কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
এই সব ডাক্তার, নার্স ও কর্মীদের ভিসার মেয়াদ ১ অক্টোবর শেষ হওয়ার কথা। কিন্তু, মারণ ভাইরাসের তাণ্ডব ঠেকাতে দিনরাত এক করে তাঁরা যেভাবে কাজ করে চলেছেন, তার প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রীতি। তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি সামলাতে এবং মানুষের প্রাণ বাঁচাতে এনএইচএস বিশেষ চেষ্টা চালাচ্ছে। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডাক্তার, নার্স, প্যারামেডিকেল স্টাফরা। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এই অবদানের জন্য আমরা তাঁদের সম্মান জানাই। তিনি আরও বলেন, আমরা চাই না, ভিসার মেয়াদ নিয়ে ভাবনাচিন্তা তাঁদের কাজে কোনও রকম ব্যাঘাত ঘটাক। তাই সম্পূর্ণ বিনা খরচে ভিসার মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হল।
প্রশাসন সূত্রে খবর, এনএইচএসের সঙ্গে যুক্ত প্রায় ২ হাজার ৮০০ জন চিকিত্সক, নার্স ও প্যারামেডিকেল স্টাফ ও তাঁদের পরিবার ভিসার মেয়াদ বৃদ্ধির আওতায় আসবেন। ইমিগ্রেশন হেল্থ সারচার্জ থেকেও তাঁদের ছাড় দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে, ব্রিটেনে এনএইচএসে কর্মরত ট্রেনি ডাক্তার ও নার্সরা নির্ধারিত সময়ের বাইরে কাজ করতে পারতেন না। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই সব বিধিনিষেধও তুলে দেওয়া হচ্ছে। এমনকী, ডাক্তারি ও নার্সিং পড়ুয়াদের ক্ষেত্রেও নিয়মকানুন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।
এদিকে, ইমিগ্রেশন হেলথ সারচার্জ তুলে দেওয়ার দাবিতে প্রচার চালাচ্ছেন জগস চোপড়া নামে এক ফাউন্ডেশন ট্রেনি। এনএইচএসে প্রশিক্ষণ নিচ্ছেন সিঙ্গাপুরের এই ট্রেনি ডাক্তার। তাঁর বক্তব্য, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে আমাকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। অতিরিক্ত পরিশ্রমের কারণে ডাক্তারবাবুরা অসুস্থ হয়ে ছুটি নেওয়ায় চাপ আরও বেড়েছে। এপ্রিল শুরু হতেই অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে কাজ করতে হচ্ছে। এর উপর সমস্ত কর ও ন্যাশনাল ইনসিওরেন্স প্রদান করার পরও স্বরাষ্ট্র দপ্তর ইমিগ্রেশন হেল্থ সারচার্জ হিসেব ১ হাজার ২০০ পাউন্ড করে নিচ্ছে। তিনি আরও বলেন, ২০২০ সালের বাজেটে সারচার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার থেকে দুই সন্তান সহ স্বামী-স্ত্রীকে এই বাবদ বছরে ২ হাজার ১৮৮ পাউন্ড দিতে হবে। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা ডাক্তার, নার্স ও প্যারামেডিকেল কর্মীরা খুব সমস্যায় পড়বেন।