কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
অন্যদিকে, ওড়িশা সীমানা পেরিয়ে ২১ জন শ্রমিক ঝাড়গ্রাম আসার পর জেলার ওড়িশা ও ঝাড়খণ্ড সীমানা এলাকা সিল করে দেওয়া হয়েছে। সেখানে সব সময়ের জন্য মোতায়ন রয়েছে পুলিস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঝাড়গ্রাম জেলাজুড়ে সাঁওতালি ভাষায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে।
এদিন জেলাজুড়ে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়। যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের ব্লক অফিস থেকে কুপন সংগ্রহ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিন জেলা পুলিসের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান শিবির হয়। সেখানে ৫৫ জন পুলিসকর্মী রক্তদান করেন।
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলায় কোয়ারেন্টাইনে রয়েছেন সাতজন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৪৪৪ জন। বিদেশ থেকে ১৬ জন ঝাড়গ্রামে এসেছেন। এরমধ্যে ১১ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকি পাঁচজনকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পর কোনও উপসর্গ না দেখা দেওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
লকডাউনের জেরে এবার ঝাড়গ্রাম জেলায় একাধিক বাসন্তীপুজো বন্ধ হয়ে গিয়েছে। তবে, ঝাড়গ্রাম শহরের শক্তিনগর স্মৃতি সঙ্ঘের উদ্যোগে ১০ বছর ধরে চলে আসা বাসন্তী পুজো এবার কোনওরকমে করা হয়।