কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত হলদিয়া বন্দরে মোট ১১টি পণ্যবাহী জাহাজ আসে। আর ৯টি জাহাজ পণ্য নামিয়ে চলে গিয়েছে। এই সময় বন্দরে মোট ১ লক্ষ ৮৮ হাজার ৫০৬ টন পণ্য ওঠানামা করেছে। হলদিয়া ছাড়াও স্যান্ডহেড ও সাগর দ্বীপের কাছে জলের মধ্যেও জাহাজ থেকে পণ্য নেমেছে। নানা ধরনের রাসায়নিক, কোক কয়লা, বিদ্যুৎকেন্দ্রের কয়লা, ইস্পাত, চুনাপাথর, রান্নার গ্যাস প্রভৃতি হলদিয়া বন্দরে নেমেছে। কলকাতা বন্দরে ৯টি জাহাজ ঢুকেছে ও ৮টি জাহাজ পণ্য নামিয়ে চলে গিয়েছে। কলকাতা বন্দরে ৩১৮১টি কন্টেনার নেমেছে। যার মধ্যে কাগজ, প্লাস্টিক, ইলেকট্রনিক সামগ্রী, সোলার প্যানেল, ওষুধ ছিল। বন্দরে প্রায় ১৬ হাজার টন তরল পণ্য ও কিছু শুকনো পণ্যও নেমেছে। চেয়ারম্যান জানিয়েছেন, মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন চার্জে ছাড় দেওয়া হচ্ছে। রেলে পণ্য নিয়ে গেলে ৫০ শতাংশ ছাড় মিলছে। চেয়ারম্যান বন্দর ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সও করেছেন।