কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
একটি মিমে দেখা যাচ্ছে ' বোঝে না সে বোঝে না ' ছবির একটি দৃশ্য। সেখানে সহ অভিনেতা সোহমের উদ্দেশে মিমি বলছেন, ' এটা কোভিড নাইন্টিন টেস্টের রিপোর্ট। ' সেটা কী জানতে চাওয়ায় মিমি সোহমকে বলছেন, ' তোমার করোনা আছে কিনা টেস্ট করিয়েছিলাম। ' এতে সোহম অবাক হতেই মিমি পাল্টা যুক্তি, ' তুমি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত নও তো! তাহলে কী করে বিশ্বাস করব তোমাকে? সরকারের দেওয়া সব নিয়ম মেনে যদি কদিন বাড়িতে থাকতে পার তাহলেই আমার সঙ্গে প্রেম করো। আর যদি না পার তাহলে চললাম বস।' এই মিম প্রকাশ্যে আসার পরেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে।
এছাড়াও রাজ চক্রবর্তী পরিচালিত ' প্রলয় ' ছবির একটি পোস্টারকেও বার্তা দেওয়ার জন্যে ব্যবহার করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে মিমি। সেই প্ল্যাকার্ডে লেখা, ' স্টে হোম, স্টে সেফ। ' লন্ডন থেকে শ্যুটিং সেরে ফেরার পর মিমি এখন হোম কোয়ারেন্টাইনে। প্রায় প্রতিদিনই পোস্ট করেছেন করোনা মোকাবিলায় ইতিবাচক বার্তা। আর সোশ্যাল মিডিয়ায় ফ্যানরাও তা চুটিয়ে উপভোগ করছেন।