কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
তবে দিনভর মিডিয়ার চাপ, কংগ্রেসের সমালোচনার জেরে শেষমেশ অবস্থান থেকে সরে আসতে বাধ্য হল সরকার। ফের মোবাইল বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হল, যারা সাংবাদিক সম্মেলনে আসতে চান, আসতে পারেন। আবার চাইলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হোয়াটসঅ্যাপেও প্রশ্ন পাঠাতে পারেন। সরকারের পক্ষে জানানো হল, মিডিয়ার কাছে গোপন করার জন্য নয়। সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের স্বাস্থ্যসচেতনতার কথা ভেবেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই পরে এদিন বিকালে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ন সচিব লব আগরওয়ালের সাংবাদিক সম্মেলনই নয়, স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটেও যাবতীয় তথ্য মেলা শুরু হল আগের মতোই। দিনের শেষে সরকারের এই আচরণ নিয়ে তাই হালকা মেজাজে শুরু হল চর্চা।