কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
বুধবার রথতলা, হাসপাতাল চত্বর, পুরসভার চত্বরের অলিগলি দমকল বাহিনী জীবাণুনাশক স্প্রে করেছে। সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর দেহ সরকারি তরফে সৎকার করা হবে। কামারহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ বিমল সাহা বলেন, ব্যবসায়ীর বাড়ির এলাকার বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। দোকান পাট খোলার ক্ষেত্রেও বারণ করা হয়েছে। এখনও পর্যন্ত ১০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই সংখ্যাটা বাড়তে পারে। পুরসভায় হেল্পলাইন খোলা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসক থাকছেন।