কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
এদিকে, সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ করোনা পরিস্থিতির জেরে দেশের নানা রাজ্যে আটকে পড়া কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের উদ্বেগের পাশে দাঁড়াতে অনলাইনে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এজন্য তারা ‘পরিজন’ নামে একটি ওয়েবসাইট লিঙ্ক চালু করল এদিন। এই লিঙ্কে পাওয়া তথ্য দ্রুত তারা ভিন রাজ্যে সংগঠনের সদস্যদের কাছে পৌঁছে দিয়ে বিপদে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করবে বলে জানিয়েছে। পরিযায়ী শ্রমিকদের আহার-বাসস্থানের ব্যবস্থা করার জন্য তারা এদিন মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছে। এদিন রাজ্য সরকারি সংস্থা পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দিয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহ।