কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
সম্প্রতি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের মাণিক্য কালেকশন লঞ্চ করেন অভিনেত্রী পায়েল সরকার। আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি চতুস্পর্ণীর মুখোমুখি। নিজের স্টাইল স্টেটমেন্ট ছাড়াও মুক্তি আসন্ন কড়াপাক ছবিতে নিজের লুক নিয়ে নানা কথা জানালেন।
আপনার হাত ধরে এই সংস্থা তাদের মাণিক্য কালেকশন লঞ্চ করল। কেমন লাগল এই কালেকশন?
হেরিটেজ লুক গয়না। যে সব প্রেশিয়াস স্টোন গয়নায় ব্যবহার করা হয়েছে তা খুবই ঐতিহ্যপূর্ণ।
ব্যক্তিগত জীবনে কী ধরনের গয়না পরতে পছন্দ করেন?
আমি ডায়মন্ডের গয়না ভালোবাসি। যেহেতু স্লিক, স্মার্ট তাই আমি স্বচ্ছন্দ। কানে ছোট স্টাড, পেনডেন্ট, একটা আংটি যথেষ্ট।
অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য সাধারণত কী ধরনের গয়না পরতে আপনি পছন্দ করেন?
আমি কী ধরনের সাজপোশাক করছি তার ওপর নির্ভর করে। ফিউশন কিছু পরলে ম্যাচ করে ডায়মন্ড পরি। তবে ট্র্যাডিশনাল শাড়ি পরলে সেক্ষেত্রে সোনার গয়না মাস্ট।
ব্যক্তিগত জীবনে আপনি কী ধরনের পোশাকে স্বচ্ছন্দ?
ডেনিম, টি শার্ট।
আপনার স্টাইল স্টেটমেন্ট কী?
নিজের লুক, আউটফিট নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। আসলে আমি দেখতে চাই নিজের মুড ও ব্যক্তিত্ব অনুযায়ী আমাকে কোনটা মানায়।
আপনার প্রিয় রং কী?
কালো, লাল।
কড়াপাক ছবিতে আপনার চরিত্র নিয়ে কিছু বলুন।
ছবিতে আমার চরিত্রটি সমকালীন। কমবয়সী মেয়েরা এখন যেভাবে কথা বলে এবং ভাবনাচিন্তা না করে চটপট সিদ্ধান্ত নেয়, ধৈর্য কম— এরকম একটি চরিত্র। চরিত্রের নাম প্রিয়া। সে মুখের ওপর স্পষ্ট কথা বলতে পিছপা হয় না। ওপর থেকে তাকে খুব শক্ত মনে হলেও কড়াপাকের ভেতরের মতোই তার মন খুব নরম। ভালো লাগলে প্রেমে পড়ে যায় এরকম একটা চরিত্র।
কড়াপাক ছবিতে আপনার লুকসেট কে করেছেন?
কস্টিউম সেন্ট্রাল শপিং মল থেকে কেনা হয়েছে। হেয়ার করেছেন সন্তোষী এবং মেকআপের দায়িত্বে আছেন নন্দ।
কেমন পোশাক পরেছেন কড়াপাক ছবিতে?
বেশিরভাগ ক্যাজুয়াল ওয়েস্টার্ন পরেছি। কিছু কিছু জায়গায় আবার ভারতীয় পোশাকে দেখা যাবে। পোশাকের মেটিরিয়াল বেশিরভাগ সূতি, লিনেন, শিফন, জর্জেট, ডেনিম ইত্যাদি। পোশাকের কালার প্যালেট বেশিরভাগ প্যাস্টেল শেডের। উচ্চকিত রং ছবিতে প্রায় ব্যবহার করা হয়নি। চুল আউটকার্ল করা, সঙ্গে অল্পস্বল্প গয়নার ব্যবহার—সব মিলিয়ে একটা সমসাময়িক লুক আছে।
পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
সৌরদীপের লেখা কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি তৈরি। একজন শিল্পীর থেকে যতটা কাজের দরকার সেটা উনি বের করে নিতে জানেন।
এই বছরে আপনার কটি ছবি মুক্তি পাবে?
জানুয়ারিতে ‘মুখোশ’ মুক্তি পেয়েছে। ফেব্রুয়ারিতে ‘শব্দজব্দ’ ওয়েব সিরিজ দেখা যাবে। তাছাড়া এবছরে আরও চারটে ছবি মুক্তি পাবে।
আপনাকে ‘ভাইজান’ এর মতো ছবিতে অভিনয় করতে দেখা যায় আবার অন্য ধারার ছবিতেও অভিনয় করেন।
(মুখের কথা কেড়ে নিয়ে) দু’ধরনের ছবি করতে চাই। আমার ভালো ছবি করতে ভালো লাগে।