কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
নির্ভয়ে চলে যেতাম শাড়ি পোশাকের গাঁটরি নিয়ে। চলে আসত মডেল, মেকআপ আর্টিস্ট, হেয়ারড্রেসার। আমাদের আর্ট ডিরেক্টরের সঙ্গে পরামর্শ করে সনৎদাই নির্দেশ দিতেন মেকআপ কেমন হবে, হেয়ার স্টাইল কীরকম হলে মানাবে, এমনকী শাড়ি পরানোর ধরন কেমন হলে লুকটা অন্যরকম হতে পারে তাও আলোচনা করতেন আমার সঙ্গে। মডেল রেডি হয়ে যখন ফ্লোরে পা দিত, যেন অন্য মানুষ হয়ে যেতেন সনৎদা। লেন্সে চোখ রেখে এমন এক একটা নির্দেশ দিতেন যে তাঁর ফোটোগ্রাফ হয়ে উঠত পেন্টিং। তাঁর শিল্পবোধ, মনন আর আবেগ মিলেমিশে একাকার হয়ে যেত আলোকচিত্রে।
ভাবতেই পারছি না সনৎদা নেই। গত কুড়ি বছর ধরে আমাদের এই ফ্যাশনের পাতা, সুখী গৃহকোণ পত্রিকার কভার আর ফ্যাশনের পাতার ছবি তুলেছেন তিনি।
গত ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ফোটোগ্রাফার সনৎ ঘোষ তাঁর পরমপ্রিয় আলোকচিত্র জগতের মায়া কাটিয়ে পাড়ি দিয়েছেন আকাশপথে। নতজানু শ্রদ্ধায় বিদায় জানাই তাঁকে।