কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
সম্প্রতি পার্ক হোটেলে একটি ফ্যাশন শো হয়ে গেল। ট্রেসবেলি নামে নতুন বিউটি প্রোডাক্ট সংস্থা এই ফ্যাশন শো’র হাত ধরে বাজারে এল। এই নতুন কোম্পানির প্রসাধনীর উদ্বোধন করেন মেকআপ আর্টিস্ট স্টাইলিস্ট কৌশিক-রজত। প্রোডাক্ট সম্পর্কে ট্রেসবেলির কর্ণধারদ্বয় প্রণয় মিশ্র, বিনীতা মিশ্র বলেন, ‘প্রতিটি প্রোডাক্ট ক্লিনিক্যাল টেস্টেড। প্রোডাক্ট রেঞ্জের মধ্যে আছে আইলাইনার, মাসকারা, লিপস্টিক, নেলপলিশ ইত্যাদি যাবতীয় কালার কসমেটিকস। এছাড়াও রয়েছে হেয়ার ও স্কিন কেয়ার প্রোডাক্ট। প্রোডাক্টের গুণগতমান খুব ভালো অথচ দাম সাধারণের আয়ত্তের মধ্যে। এপ্রিল মাসে বাজারে এই প্রোডাক্ট আসবে।’
প্রসঙ্গত, মেকআপ আর্টিস্ট বলেন, ‘আজকে এই ফ্যাশন শো’র মেকআপ যেহেতু আমি করেছি তাই বলতে পারি, এদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো। খুব সহজে ব্লেন্ডিং হয় যা মেকআপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা প্রফেশনালি মেকআপ করেন তাঁদের জন্য খুবই সুবিধেজনক। এই সংস্থার প্রচুর কালার রেঞ্জ আছে। ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি দু’রকম কালার শেডই পাওয়া যাবে। তাই যেহেতু আমি মেকআপের সময় রং নিয়ে খেলা করতে ভালোবাসি তাই এদের প্রোডাক্ট ফ্যাশন শো-র জন্য ব্যবহার করে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে খুশি। আমি দেশি-বিদেশি সব ধরনের স্কিন টোনের মডেলকে নিয়ে কাজ করি। তাই বলব কালার রেঞ্জ সবার ত্বকের জন্যই মানানসই। পশ্চিমী থেকে আফ্রিকান মডেলদের কথা ভেবে এরা কালার রেঞ্জ এনেছে। এদের সংস্থার কালার থিম পার্পেল। তাই আজকের শোয়ে পার্পেলের ছোঁয়া আছে। মেকআপের ক্ষেত্রে ড্রামাটিক আইলাইনার, মাসকারা ব্যবহৃত হয়েছে।’
চারটি সেগমেন্টের ফ্যাশন শো হয়েছে। প্রতিটিতে লুক ছিল আলাদা। কোনওটা ট্রেন্ডি, কোনওটা কনটেম্পোরারি। মেকআপ থেকে হেয়ার স্টাইল সর্বত্র ছিল ফ্যাশনের ছোঁয়া। পার্টি লুক যেমন ছিল তেমনই আবার ব্রাইডাল মেকআপে ছিল আধুনিকতার ছাপ।
তবে স্টাইলিস্ট ও এই ফ্যাশন শো’র কোরিওগ্রাফার রজত জানালেন, ‘মেকআপ অনুযায়ী স্টাইলিং করেছি। এখানে মডেলরা শর্ট ড্রেস, স্কার্ট, টপ, গাউন, শাড়ি, বিকিনি অর্থাৎ সবরকমের জামাকাপড় পরেছেন। এই সংস্থা টেম্পোরারি হেয়ার কালার এনেছে। ফলে পুরুষেরাও চুলে টেম্পোরারি কালার করতে পারেন যা ফ্যাশন শো’র মাধ্যমে দেখানো হয়েছে।’ সব মিলিয়ে সেদিনের ফ্যাশন শো ছিল রং আর উজ্জ্বলতায় ভরা। লাল বেনারসি থেকে শর্ট ড্রেস, শেরওয়ানি পাঞ্জাবি থেকে প্রিন্স কোট সবই ছিল এদিনের উপস্থাপনায়। ছবি: সুফল ভট্টাচার্য