সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
আর সে কারণেই ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সংবাদে প্রকাশ, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে এই প্রকল্পে দুর্নীতির তদন্ত করার পাশাপাশি কাজ কেমন হচ্ছে, তাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ দিনের কাজের মান পরিদর্শনের জন্য অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি টিম গঠন করা হবে। যাঁরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ১০০ দিনের প্রকল্পে চলা বিভিন্ন কাজের মান পরিদর্শন করবেন। এছাড়া কোথাও ১০০ দিনের কাজ রূপায়ণের ক্ষেত্রে কোনও অনিয়মের অভিযোগ পেলে তাঁরা পুঙ্খানুপুঙ্খ তদন্তও করবেন। এলাকায় গিয়ে এইসব কাজ খতিয়ে দেখার জন্য প্রতিদিন তাঁদের চার হাজার টাকা দেওয়া হবে। এছাড়া বাইরে গিয়ে এই কাজ করার জন্য যাতায়াতের খরচও দেবে রাজ্য সরকার। এছাড়াও রাজ্যের জেলাগুলিকে মোট তিনটি জোনে ভাগ করার কথা বলা হয়েছে।
আগে ১০০ দিনের কাজে কোনও দুর্নীতির অভিযোগ উঠলে সিংহভাগ ক্ষেত্রে জেলা বা ব্লকস্তরের প্রশাসনিক টিম তার তদন্ত করত। তবে বিভিন্ন ধরনের চাপ থাকায় ওই টিম সবক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করতে পারত না। ফলে ১০০ দিনের প্রকল্পে দেদার টাকা লুটের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে ১০০ দিনের কাজের প্রকল্পের সমস্ত এস্টিমেট ‘সিকিওরড’ সফটওয়্যারের মাধ্যমে তৈরির নির্দেশ দেওয়া হয়। এবার প্রতিটি প্রকল্প খতিয়ে দেখা ও দুর্নীতির তদন্ত করতে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের নতুন টিম গঠন করা হল।
প্রশ্ন হচ্ছে, এই সাধু উদ্যোগের পরও কি স্বচ্ছতা ও দুর্নীতি রোধ করা সম্ভব! কারণ, দুর্নীতিকে সরকারি সিলমোহর দেওয়া কীভাবে সম্ভব, তা আমাদের রাজ্যে শিখিয়ে দিয়ে গিয়েছে সিপিএম। এই সিপিএমই শিখিয়ে দিয়ে গিয়েছে, কীভাবে কেন্দ্রের টাকায় কাজ করে কাস্তে-হাতুড়ির ছাপ দিয়ে দেওয়া যায়। কীভাবে কেন্দ্রের টাকা নয়ছয় করে পার্টির পকেট ভর্তি করা যায়। কীভাবে ভোটব্যাঙ্ক বাড়াতে মৃত মানুষের নামে রেশন কার্ড করা যায়। সুতরাং, আমরা সিপিএমের ৩৪ বছরে যা শিখেছি, তা কি একেবারেই ভুলে যেতে পারি! ফলে, দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে। তার থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ। তবে সন্দেহ নেই যে, রাজ্য সরকারের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। শুধু হা-হুতাশ করে তো লাভ নেই, সত্যের জয় হতে কোনও একটা দরজা তো খুলুক। তা সে শুরুই হোক না ১০০ দিনের কাজে দুর্নীতি রোধে।