সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
ফিল্মবোদ্ধাদের একাংশের মতে, ব্যতিক্রমী চিত্রনাট্য নির্বাচনই আয়ুষ্মানকে আজ বলিউডের প্রথম সারিতে পৌঁছে দিয়েছে। আর অভিনেতা নিজেও সেটা জানেন বলেই হয়তো কাজে তাঁর ফাঁকি নেই। তাই তো গত কয়েক মাসে একটানা চারটে ছবির শ্যুটিং শেষ করেছেন আয়ুষ্মান। লখনউতে সম্প্রতি সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’র শ্যুটিং শেষ হয়েছে। অন্যদিকে ‘বালা’র শ্যুটিংও শেষ। সামনেই মুক্তি পাবে ‘ড্রিম গার্ল’। স্বাভাবিকভাবেই একটানা কাজ করে তিনি রীতিমতো ক্লান্ত। তাই চলতি মাসের শেষে পরিবারের সঙ্গে এক সপ্তাহের ছুটিতে যাচ্ছেন আয়ুষ্মান। তবে তিনি কোথায় ঘুরতে যাচ্ছেন সে বিষয়ে কোনও তথ্য জানাননি। সূত্রের মতে, আয়ুষ্মান এখন বড় তারকা এবং এই বছর তাঁর শ্যুটিংয়ের সমস্ত ডেট ভর্তি। ছবির শ্যুটিং শেষ করে একটানা ৯ দিন তিনি বিজ্ঞাপনের শ্যুটিং সেরেছেন! ছ মাস এইভাবে পরিশ্রম করার পর এক সপ্তাহের ছুটি নেওয়াই উচিত। জানা যাচ্ছে ছুটি কাটিয়ে ফিরে আসার পর ‘ড্রিম গার্ল’ এর প্রচারে ব্যস্ত থাকবেন অভিনেতা। পাশাপাশি নতুন ছবি ‘শুভমঙ্গল জাদা সাবধান’ এর জন্য প্রস্তুতিও নিতে শুরু করবেন তিনি।