সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
সিদ্ধার্থ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়াতে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রত্যন্ত গ্রামে যখন শ্যুটিং চলে তখন উইকএন্ডগুলো এরকমই দেখতে হয়।’ ছবিতে দেখাই যাচ্ছে সিদ্ধার্থ স্থানীয় লোকজনদের সঙ্গে দারুণ মজা করে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন। দূরে হিরের মতো চকচক করছে বরফ ঢাকা পর্বত। আর সেই হিরের কোলে রোদের আলো মেখে সিদ্ধার্থ শ্যুটিংয়ের ফাঁকে মেতে উঠেছেন খেলায়।
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ক্যাপ্টেন বিক্রম বাত্রা শহিদ হন। অসীম সাহসিকতার জন্য তাঁকে পরম বীরচক্র প্রদান করা হয়েছিল। অমর বীর সেনানি ক্যাপ্টেন বাত্রাকে তাঁর সাহসিকতার জন্য ‘শেরশাহ’ বলে ডাকা হতো। বিষ্ণুবর্ধন পরিচালিত এই ছবিতে প্রথম সিদ্ধার্থ এবং কিয়ারা আদবানিকে একসঙ্গে দেখা যাবে।