সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
অন্যদিকে, হিমাচল প্রদেশের বিধ্বংসী বন্যায় আটকে থাকা কেরলের শ্যুটিং দল ফিরতে অস্বীকার করল। মঙ্গলবার জাতীয় পুরস্কারজয়ী দক্ষিণী অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়র স্যাটেলাইট ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, তাঁদের কাছে আর মাত্র তিনদিনের খাবার আছে। জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে। যোগাযোগের সব রাস্তা বন্ধ। এরপরই অভিনেত্রীর ভাই জানান, মানালি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রামে কয়েক দিন আগে শ্যুটিং করতে গিয়েছিল ৩৫ জনের একটি দল। প্রবল বৃষ্টিতে ওই সব অঞ্চল সম্পূর্ণ বিপর্যস্ত। সরকারিভাবে ওই শ্যুটিং পার্টির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ফিরতে চাননি বলে খবর। পুলিসকে দেওয়া নোটে গঙ্গারাম নামের এক শ্যুটিং সদস্য জানিয়েছেন, সড়ক নির্মাণ হয়ে যাওয়ার পরই তাঁরা ফিরবেন। যদি কোনও সমস্যায় পড়েন, তার দায় সরকারের থাকবে না।