সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
একজন মা কীভাবে তাঁর সন্তানদের অপরাধ জগতের মধ্যে ঠেলে দেয় তাই নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এরকম ডার্ক চরিত্রে এই প্রথম অভিনয় করলেন রাগিণী। সেই জন্য শ্যুটিংয়ের আগে বিস্তর প্রস্তুতিও নিতে হয়েছে অভিনেত্রীকে। তাঁর কথায়, ‘চরিত্রটা খুবই শক্ত ছিল। শুধু লুক নয়, একজন অভিনেতা হিসেবে এই চরিত্রে অভিনয়ের জন্য আমাকে আলাদা করে মানসিক প্রস্তুতিও নিতে হয়েছিল। আমার চিন্তাধারা, বিশ্বাস ও দর্শনকে দূরে সরিয়ে রাখতে হয়েছিল যেটা আমার কাছে খুবই ভয়ের।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘চরিত্রটাকে কতটা বাস্তবিক করে তোলা যায় সেটাই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। চরিত্রটার জন্য প্রস্তুতি নিতে ক্রিমিনাল সাইকোলজির একাধিক বই আমাকে অনেকটাই সাহায্য করেছে।’ বোঝাই যাচ্ছে যে রাগিণী এই চরিত্রের জন্য তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এবারে দর্শক তাঁর এই পরিশ্রমের মর্যাদা দেন কিনা দেখা যাক। আজ থেকে ছবিটি জি ফাইভে দেখা যাবে।