সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
এর আগে কাটমানির টাকা ফেরতের দাবিতে স্থানীয় বাসিন্দারা মন্টুবাবুর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিল। চাপে পড়ে তিনি কয়েকজন বাসিন্দার টাকা ফেরতও দেন। এদিনও বিকেলে বেশকিছু বাসিন্দা সবার বাড়ি প্রকল্পে ঘর দেওয়ার নাম করে নেওয়া টাকা ফেরতের দাবিতে মন্টুবাবুর বাড়ির সামনে জড়ো হয়। অভিযোগ তারা মন্টু বাবুকে উদ্দেশ্যে গালিগালাজও করেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে মন্টুবাবু মুখে কিছু খেয়ে নিতেই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। তাকে তড়িঘড়ি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। মন্টুবাবুর ছেলে সুমন মণ্ডল বলেন, এদিন স্থানীয় বাসিন্দারা জোর করে বাবাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েন।