সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
অভিযোগকারীর দাবি, গত ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাতকাটা দিলীপ তার দলবল নিয়ে মদ্যপ অবস্থায় জোর করে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। অশ্রাব্য ভাষায় সকলকে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে অভিযোগকারীর এক আত্মীয়ার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। এমনকী অভিযোগকারী ব্যবসায়ীকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। তাঁর ভাইকে বন্দুকের বাট দিয়ে মাথায় মারাও হয়।
কিন্তু, কেন এই হেনস্তা? অভিযোগকারী ব্যবসায়ী ধনঞ্জয় মুখোপাধ্যায় মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে জানিয়েছেন, পাতিপুকুরে তিনি এদিন নির্মাণ কাজ করছেন। সেখান থেকে আগেও তোলাবাজি করেছিল হাতকাটা দিলীপ। অভিযোগকারীর দাবি, আগেরবার জোর করে তার থেকে এক লক্ষ টাকা নিয়েছিল সে। এবার আরও টাকা চেয়েছিল। দিতে অস্বীকার করাতেই এই হামলা বলে তিনি দাবি করেন।
পুলিস অভিযুক্তর বিরুদ্ধে তোলাবাজি, হামলা, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। এদিন দিলীপকে আদালতে পেশ করা হলে পুলিস তাকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে। যদিও দিলীপের আইনজীবী পবিত্র বিশ্বাস আদালতকে জানান, অভিযোগকারী সম্পর্কে অভিযুক্তের পিসতুতো ভাই। ব্যাপারটি সম্পূর্ণ পারিবারিক। তাঁর মক্কেলকে ৪১ সিআরপিসি’তে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারত। কিন্তু, তা না করে পুলিস সরাসরি গ্রেপ্তার করেছে। যদিও সরকারি পক্ষের আইনজীবী বলেন, অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।