সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
সোনালি সম্প্রতি তাঁর ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শ্যুটিং শেষ করেছেন। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম রয়েছেন। জায়রাকে তিনি নিজের সন্তান সম্বোধন করে লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি ওই রাজ্যের কাউকেই চিনতাম না। কিন্তু এখন ওখানে আমার একটা বাচ্চা রয়েছে। জায়রা ওয়াসিম-দ্য স্কাই ইজ দ্য পিঙ্কের হৃদয়। আমি তাকে এবং তার পরিবারকে গত এক বছর ধরে চিনি। ওদের সঙ্গে আমি জম্মু এবং কাশ্মীরে দারুণ সময় কাটিয়েছি।
আমি তাদের সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার একদিন আগে জম্মুতে ছিলাম। আকস্মিক সেনাবাহিনীর আগমনের জন্য জায়রা খুবই চিন্তিত ছিল। খারাপ কিছুর জন্য চিন্তা করতে বারণ করেছিলাম তাকে। সেই থেকেই তার সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না। চিন্তায় রয়েছি। খারাপ সময়ে ওর পাশে থাকতে পারছি না। ঈদের শুভেচ্ছা জানাতে পারিনি। আমি নিশ্চিত ওরা ঈদ পালন করতে পারেনি। যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়ে আমরা বিচ্ছিন্ন হয়েছি। ছবিতে সে এবং তার ভাই একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। কিন্তু আমি আমার বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’