সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
ইদানীং সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার পোস্টগুলো অত্যন্ত ইতিবাচক। ছবি বা লেখার মাধ্যমে বারবার উদ্যাপন, আনন্দ, ঐক্যর বার্তা দিচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনে অনুষ্কা যেরকম ঠিক সেটাই যেন তাঁর সোশ্যাল মিডিয়ায় বারবার প্রতিফলিত হয়। অনুষ্কার পোস্ট থেকে তাঁর বর্তমান মানসিক অবস্থার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াকে আরও সুন্দর করতে তিনি ‘লাভ অ্যান্ড লাইট প্রোজেক্ট’ শুরু করতে চলেছেন। নতুন এই ধারনার অধীনে পজিটিভ কনটেন্ট তৈরি, সমমনষ্ক মানুষেদের সঙ্গে আলোচনা করে মানুষকে আরও বেশি আপন করে নেওয়ার দর্শনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে চাইছেন অনুষ্কা। তাঁর কথায়, ‘সোশ্যাল মিডিয়ার সবটা খারাপ নয়। সোশ্যাল মিডিয়ার জন্যই আমরা দুনিয়াজুড়ে সমমনষ্ক মানুষদের সঙ্গে কথা বলতে পারছি এবং উপকৃত হচ্ছি। এটা একটা সামাজিক এক্সপেরিমেন্ট যার মাধ্যমে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূরে সরিয়ে গঠনমূলক দিক থেকে মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে।’ গত সপ্তাহেই অনুষ্কা সারমেয়দের উপর নির্যাতনের বিরুদ্ধে হ্যাশট্যাগ জাস্টিস ফর অ্যানিমালস উদ্যোগ শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার ভবিষ্যৎ উদ্যোগগুলোর দিকেও ভক্তদের চোখ থাকবে।