সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
১৯২৭ সালের ১৮ ফেব্রুয়ারি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এই সঙ্গীত পরিচালক। ছোটবেলা থেকেই হিন্দি গানের প্রতি টান ছিল। সঙ্গীত সাধনার জন্য একবার বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে কাকার বাড়িতে চলে আসেন। গানের প্রতি তাঁর গভীর অনুরাগ দেখে পণ্ডিত অমর নাথের কাছে তাঁকে ভর্তি করে দেন তাঁর পরিজনেরা। ১৯৫০ সালে ‘বিবি’ ছবির গান দিয়ে তাঁর যাত্রা শুরু। এরপর ‘শোলা অউর শবনম’, ‘কভি কভি’, ‘ত্রিশূল’, ‘সওয়াল’, ‘দরদ,’ ‘নুড়ি’, ‘বাজার’, ‘বেপনহা’, ‘থোড়ি সি বেওয়াফাই’, ‘খানদান’ ‘উমরাও জান’-সহ বলিউডের একাধিক ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং পদ্মভূষণ। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া বলিউড তথা দেশের সঙ্গীত মহলে। ইতিমধ্যেই শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লতা মঙ্গেশকর, জাভেদ আখতার, অমিতাভ বচ্চন সহ বিশিষ্টরা।