Bartaman Patrika
বিদেশ
 

বিচ্ছেদের জেরে বিশ্বের তৃতীয়
ধনী মহিলা হলেন ম্যাকেঞ্জি

মৃণালকান্তি দাস: বিশ্বের সবচেয়ে দামি বিবাহবিচ্ছেদ। যার ফলে বিশ্বের তৃতীয় ধনী মহিলা হলেন অ্যামাজন কর্তা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি। এই বিবাহবিচ্ছেদের ফলে তিনি বর্তমানে আমাজনের প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলারের শেয়ারের মালিক। স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিচ্ছেদের জন্য এটাই ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোসের রফা। ফোর্বস ম্যাগাজিন অনুসারে, সম্পত্তির নিরিখে মহিলাদের মধ্যে লরিয়েলের ফ্রাঙ্কয়েজ বেটেনকোর্ট মেয়ারস এবং ওয়ালমার্টের অ্যালিস ওয়ালটনের পরই এখন ম্যাকেঞ্জি। অবশ্য ওয়াশিংটনের নিয়ম অনুযায়ী ম্যাকেঞ্জি যদি বিচ্ছেদের ক্ষেত্রে বেজোসের সম্পদের অর্ধেক ভাগ চাইতেন, তাহলে বিশ্বের শীর্ষ মহিলা ধনীর তালিকায় তার নাম উঠে আসত ১ নম্বরেই।
বিবিসি লিখেছে, বেজোস-ম্যাকেঞ্জির সাড়ে তিন হাজার কোটি ডলারের এই বিচ্ছেদ আগের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার অ্যালেক ওয়াইল্ডেনস্টাইন ও তার স্ত্রী জোসেলিনের। ১৯৯৯ সালে সেই ডিভোর্সের রফা হয়েছিল ৩ হাজার ৮০০ কোটি ডলারে। বিচ্ছেদের মাসুল গুণতে গিয়ে বেজোসকে এখন বিশ্বের শীর্ষ ধনীর মুকুট হারাতে হবে। সেক্ষেত্রে হয়ত ধনীদের তালিকায় আবার শীর্ষস্থানে ফিরবেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।
চলতি বছরের জানুয়ারিতেই ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটিয়ে বিচ্ছেদের পরিকল্পনার কথা ট্যুইট করে জানিয়েছিলেন ম্যাকেঞ্জি। জেফ সেই টুইট শেয়ারও করেছিলেন। বর্তমানে অ্যামাজনের সম্পত্তির পরিমাণ আট হাজার ন’শো কোটি ডলার। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যামাজনের সিইও বেজোসের হাতে এতদিন কোম্পানির ১৬.৩ শতাংশ শেয়ার ছিল, যার অর্থমূল্য ১৪৩ বিলিয়ন ডলার। বিচ্ছেদের চুক্তি অনুযায়ী এর ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছেন ম্যাকেঞ্জি। তবে কোম্পানির বোর্ডে নিজের ভোটিং ক্ষমতা তিনি বেজোসকেই দিয়ে দিয়েছেন। ফলে অ্যামাজনে বেজোসের শেয়ার আর সম্পদের পরিমাণ কমলেও কোম্পানির উপর বেজোসের নিয়ন্ত্রণ আগের মতই থাকছে। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট আর বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ‘ব্লু অরিজিন’-এর শেয়ারের ভাগও প্রাক্তন স্বামীর হাতে ছেড়ে দিয়েছেন ম্যাকেঞ্জি। এক ট্যুইটে ম্যাকেঞ্জি লিখেছেন, ‘পরস্পরের সহযোগিতায়’ বিবাহবিচ্ছেদের এই পর্ব চুকতে পেরে তিনি সকলের কাছে কৃতজ্ঞ।
চার সন্তানের বাবা-মা বেজোস আর ম্যাকেঞ্জির সংসার শুরু হয়েছিল ১৯৯৪ সালে অনলাইন-রিটেল সংস্থা অ্যামাজনের যাত্রা শুরুরও আগে। বেজোস আমাজন প্রতিষ্ঠা করলে ম্যাকেঞ্জিও সেখানে যোগ দেন। তিনি ছিলেন আমাজনের প্রথম কর্মীদের একজন। নিজেদের বিয়ের পঁচিশতম বছরেই মাইক্রোসফট এবং অ্যাপলকে হারিয়ে পৃথিবীর ধনীতম কোম্পানি হিসেবে উঠে আসে আমাজন। অর্থাৎ, যে সময়কালে ধনকুবের হয়ে উঠছেন তাঁরা, সেই সময় একসঙ্গেই ছিলেন জেফ এবং ম্যাকেঞ্জি। বেজোসের বয়স এখন ৫৪ বছর, আর ম্যাকেঞ্জির ৪৮।
ম্যাকেঞ্জির আরও একটি পরিচয় হল তিনি একজন গল্পকার। এর বাইরে ম্যাকেঞ্জি সম্পর্কে খুব কমই জানে মার্কিন সংবাদমাধ্যম। কারণ, তিনি নিজেই তাঁর সম্পর্কে খুব কম জানতে দেন বাইরের দুনিয়াকে। নিজের লেখালেখি আর চার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকাকেই বরাবর প্রাধান্য দিয়ে এসেছেন ম্যাকেঞ্জি। নিজেকে সব সময় বইপড়ুয়া অন্তর্মুখী স্বভাবের বলে চিত্রিত করেন তিনি। শুরু থেকেই পুরোদস্তুর একজন সাহিত্যিক হতে চেয়েছেন ম্যাকেঞ্জি। ছ’বছর বয়সে শিশুতোষ গল্পের বই ‘দ্য বুক ওয়ার্ম’ দিয়ে তাঁর লেখালেখির শুরু। ১৯৯২ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিং বিষয়ে পড়াশোনা শেষ করেন তিনি। নোবেলজয়ী লেখিকা টনি মরিসন ছিলেন সেখানে তাঁর শিক্ষক। ম্যাকেঞ্জির লেখা বই ‘দ্য টেস্টিং অব লুথার অলব্রাইট’(২০০৫) এবং ‘ট্র্যাপস’ (২০১৩) সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে।
বেজোস এর ঠিক উল্টো। ছোটবেলা থেকেই কম্পিউটার ও ইলেকট্রনিকসের প্রতি ছিল তাঁর ব্যাপক আগ্রহ। ষাটের দশকের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্টার ট্রেক’-এর বিশেষ ভক্ত তিনি। স্কুলে পড়ার সময়েই নিজেদের বাড়ির গ্যারেজে তৈরি করেন একটি ছোট গবেষণাগার। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কীভাবে কাজ করে তার খুঁটিনাটি জানতে দিনের বেশির ভাগ সময় ওই গ্যারেজেই পড়ে থাকতেন। ১৯৮৬ সালে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন। এরপর ওয়াল স্ট্রিটের তিনটি কোম্পানিতে কাজ করেন।‘ডিই শ’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় তাঁর মাথায় ঘুরতে থাকে ইন্টারনেটের অপার সম্ভাবনার কথা। ইন্টারনেটকে কাজে লাগিয়ে নতুন কী ব্যবসা দাঁড় করানো যায়, তখন সেটিই ছিল তাঁর মূল ভাবনা। বেজোস নিজেই জানিয়েছিলেন, বিশ্বের সেরা ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের পরিকল্পনা নিউ ইয়র্ক থেকে সিয়াটলে গাড়ি চালানোর সময় করেছিলেন তিনি।
১৯৯৪ সালে ‘ডিই শ’-এর চাকরি ছেড়ে সিয়াটলে চলে যান তিনি। সেখানে এক বছর গবেষণার পর নিজের বাড়ির গ্যারেজে ১৯৯৫ সালের ১৬ জুলাই প্রতিষ্ঠা করেন আমাজন। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে বই বিক্রি করাই ছিল বেজোসের প্রথম ব্যবসা। প্রথম এক মাসে আমেরিকাসহ ৪৫টি দেশে অনলাইনে ২০ হাজার ডলার বা ১৬ লাখ টাকার বই বিক্রি করে আমাজন। সেই সময় অনলাইনে বইয়ের এমন বিক্রি ছিল অনেকটা অভাবনীয়। এরপর শুরু হয় আমাজনের জয়যাত্রা। ১৯৯৮ সালে বইয়ের বাইরে গান ও সিনেমার সিডি বিক্রি করতে শুরু করে প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে ডিজিটাল মাধ্যমে বই পড়ার যন্ত্র ‘কিন্ডেল’ বাজারে নিয়ে আসেন বেজোস। স্ক্রেপহিরো নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বর্তমানে আমাজনের পণ্যসম্ভারে ৪০ কোটি পণ্য রয়েছে। ২০০০ সালে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’ প্রতিষ্ঠা করেন। নিত্যনতুন উপায়ে আমাজনরে ব্যবসা বাড়ানোর পাশাপাশি ২০১৩ সালের আগস্ট মাসে ২৫ কোটি ডলারে ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি কিনে নেন তিনি। বেজোস দায়িত্ব নেওয়ার পর নতুন করে প্রাণ ফিরে পায় প্রভাবশালী মার্কিন পত্রিকাটি। বেজোস ‘এক্সপেডিশন’ নামে ব্যক্তিগত ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে বিনিয়োগ করেন। গুগলে প্রথম দিককার বিনিয়োগকারী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে জেফের। ২০১৬ সালে স্টার ট্রেক বিওয়াইন্ড-এ অভিনয় করেন।
অফিসে জেভ যে সভাগুলো করেন, সেখানে যে কজনই উপস্থিত থাকুক না কেন, তাঁদের আপ্যায়নের জন্য দু’টি পিৎজা আর পানীয় থাকে। দু’টি পিৎজার কমও না বেশিও না। লোক বেশি হলে ওই দু’টি পিৎজা ভাগ করে খেতে হবে। আর কম হলে একেকজন বেশি বেশি পিৎজা খেতে পারবেন। জেভ বিশ্বাস করেন, এই দুই পিৎজার নিয়মেই নাকি উৎপাদনশীলতা বাড়ে। এটাই নাকি জেভের ‘টু পিৎজা রুল’!

09th  April, 2019
  সুদানের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করল সেনা

 খারটৌম, ১১ এপ্রিল (এএফপি): সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বসিরকে ক্ষমতাচ্যুত করে তাঁকে আটক করল সেনাবাহিনী। বৃহস্পতিবার সরকারি টেলিভিশনে এই ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনৌফ। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টকে আটক করে নিরাপদ স্থানে রেখেছে সেনা। বিশদ

12th  April, 2019
জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডকে ‘লজ্জাজনক ক্ষত’ বললেও ক্ষমা চাইল না টেরিজা মে সরকার

রূপাঞ্জনা দত্ত, লন্ডন, ১০ মে: অমৃতসরের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড ব্রিটিশ ভারতের ইতিহাসে এক ‘লজ্জাজনক ক্ষত’। বুধবার হাউস অব কমনসে প্রশ্নোত্তর পর্বের শুরুতেই এই মন্তব্য করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে। প্রতি বুধবার দুপুরে ৩০ মিনিটের জন্য এমপিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বিশদ

11th  April, 2019
পঞ্চমবারের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নেতানিয়াহু

 জেরুসালেম, ১০ এপ্রিল (এপি): পঞ্চমবারের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার পাওয়া বেসরকারি ফলাফলে ডানপন্থী নেতা নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট ফের ক্ষমতায় ফিরতে চলেছে বলে জানানো হয়েছে। এবার ক্ষমতায় এলে টানা পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়বেন নেতানিয়াহু।
বিশদ

11th  April, 2019
 দলাই লামার অসুস্থতার মধ্যেই ধর্মগুরুর উত্তরাধিকারী নিয়ে সরব চীন

  বেজিং, ১০ এপ্রিল (পিটিআই): বুকে সংক্রমণ নিয়ে নয়াদিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দলাই লামা। ৮৩ বছর বয়সি ধর্মগুরুর অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এর মধ্যেই দলাই লামার উত্তরাধিকারী নিয়ে সরব হয়েছে চীন।
বিশদ

11th  April, 2019
দুর্নীতি মামলায় অভিযুক্ত নওয়াজ
শরিফের ভাই শাহবাজ

লাহোর, ৯ এপ্রিল (পিটিআই): ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান তথা জাতীয় সংসদের বিরোধী নেতা শাহবাজ শরিফের বিরুদ্ধে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি ও তাঁর ছেলে হামজা নিজেদের ক্ষমতার অপব্যবহার এবং জনসাধারণের টাকা নয়ছয় করেছেন বলে আদালতে জানানো হয়।
বিশদ

10th  April, 2019
আমেরিকাকে বিশ্ব সন্ত্রাসবাদের নেতা বলল ইরান

 তেহরান, ৯ এপ্রিল (এএফপি): আমেরিকাকে বিশ্বের সন্ত্রাসবাদীদের নেতা বলে মঙ্গলবার তোপ দাগল ইরান। সম্প্রতি ইরানের রেভেল্যুশনারি গার্ডকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। এর অর্থ এই সংগঠনের সঙ্গে যুক্ত যে কাউকে জেলে ভরতে পারবে ওয়াশিংটন।
বিশদ

10th  April, 2019
প্রত্যর্পণের বিরোধিতা করে বিজয় মালিয়ার আবেদন খারিজ করল ব্রিটেনের আদালত

রূপাঞ্জনা দত্ত, লন্ডন, ৮ এপ্রিল: আর্থিক প্রতারণায় অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার প্রত্যর্পণের ক্ষেত্রে আরও একধাপ এগল ভারত। ব্রিটেনের হাইকোর্টে তাঁর প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশের বিরোধিতা করে আবেদন জানিয়েছিলেন ন’হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতি ও অর্থ তছরুপে অভিযুক্ত মালিয়া।
বিশদ

09th  April, 2019
ছবির পিছনের এক অবিশ্বাস্য গল্প...
যে লোকটি স্যালুট করেননি

শাম্ব মণ্ডল: ১৯৩৬ সালের ১৩ জুন। হামবুর্গের নৌসেনার ঘাঁটিতে সকাল থেকেই হইহই ব্যাপার। নতুন যুদ্ধ জাহাজ হোর্স্ট হুইসেলের উদ্বোধন হবে। উদ্বোধনে আসবেন ন্যাৎসি শাসক স্বয়ং অ্যাডলফ হিটলার। কমিউনিস্টদের হাতে নিহত ন্যাৎসি কর্মী হোস্ট হুইসেলকে শহিদের তকমা দিতেই ধুমধাম করে তাঁর নামাঙ্কিত জাহাজের উদ্বোধন করবেন হিটলার।
বিশদ

09th  April, 2019
মার্কিন যুব সম্প্রদায়ের স্বপ্নে আঘাত
দেড় লক্ষ কোটি ডলার স্টুডেন্ট লোনের বোঝা

ভাস্কর বন্দ্যোপাধ্যায়: নতুন বাড়ি বা ফ্ল্যাট, সুন্দর স্বচ্ছল পরিবার, ভালো চাকরি জোগাড় করে মনের সুখে দিন কাটিয়ে যাওয়া — বিশ্বের যেকোনও যুব সম্প্রদায়ের মনেই এই স্বপ্ন ছোটবেলা থেকে থাকে। কিন্তু আমেরিকার যুব সম্প্রদায়ের কাছে সেই স্বপ্ন দেখাটাও একটা স্বপ্নের মতো।
বিশদ

09th  April, 2019
বিশ্বের সবচেয়ে উঁচু গাছ আবিষ্কার

ব্রিটেন ও মালয়েশিয়ার বিজ্ঞানীরা এমন এক গাছ আবিষ্কার করেছেন, যা বিশ্বের সবচেয়ে উঁচু গাছ বলে দাবি করছেন তাঁরা। গাছটির উচ্চতা ৩২৮ ফুটের বেশি। গত বছর নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি দল বোর্নিও দ্বীপের অরণ্যে হলদে মেরানটি বলে পরিচিত গাছটি খুঁজে বের করেন।
বিশদ

09th  April, 2019
ইরানের রেভল্যুশনারি গার্ডকে জঙ্গি সংগঠনের তকমা আমেরিকার

ওয়াশিংটন, ৮ এপ্রিল (পিটিআই): ইরানের এলিট সেনা ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইরানে যে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস হয় তাই শুধু নয়, এই নজিরবিহীন সিদ্ধান্ত এটা বুঝিয়ে দিয়েছে রেভল্যুশনারি গার্ড সন্ত্রাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।
বিশদ

09th  April, 2019
আফগানিস্তানে তালিবান আক্রমণে হত ১২ নিরাপত্তা কর্মী

কাবুল, ৮ এপ্রিল (এএফপি): গত ৪৮ ঘণ্টায় তালিব জঙ্গিদের আক্রমণে আফগানিস্তানে মৃত্যু হয়েছে ১২ জন নিরাপত্তা কর্মীর। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সোমবার এ কথা জানানো হয়েছে । গত কয়েক বছর ধরেই তালিবান আক্রমণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে আফগানিস্তান।
বিশদ

09th  April, 2019
পাকিস্তানের অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে সিপেক, অভিযোগ ওড়াল চীন

বেজিং, ৮ এপ্রিল (পিটিআই): চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপেক) ইসলামাবাদের অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে বলে যে সমালোচনা শুরু হয়েছে তা উড়িয়ে দিল বেজিং। সোমবার চীন জানিয়েছে, প্রকল্পের ২০ শতাংশেরও কম অর্থ ঋণ হিসেবে নেওয়া হয়েছে। তার প্রভাব পাকিস্তানের অর্থনীতিতে পড়বে না।
বিশদ

09th  April, 2019
 টিকাকর্মী খুন পাকিস্তানে

 পেশোয়ার, ৮ এপ্রিল (পিটিআই): পোলিও টিকাকরণে গিয়ে গুলিতে প্রাণ হারালেন এক ব্যক্তি। নিহতের নাম ওয়াজিদ আলি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মামোন্দ জেলার গাজি বেগ এলাকায়। 
বিশদ

09th  April, 2019

Pages: 12345

একনজরে
 আমেথি, ২২ এপ্রিল (পিটিআই): কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মনোনয়নকে সোমবার বৈধ বলে ঘোষণা করলেন আমেথির রিটার্নিং অফিসার রামমনোহর মিশ্র। আমেথি কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার সময় ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারপিট চলার সময় ভাইয়ের ধাক্কায় রাস্তায় পড়ে যান দাদা। যোধপুর পার্কের তালতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ...

সংবাদদাতা, রামপুরহাট: সোমবার ভোরে সকলের নজর এড়িয়ে তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্ভবত গুণগ্রাহীদের নজর এড়াতে টুপি পরে, চাদরে মুখ ...

 জিয়াং (চীন), ২২ এপ্রিল: এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের প্রত্যাশা বেশি ওলিম্পিক ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক ও বিশ্বের একনম্বর বজরং পুনিয়াকে ঘিরে। মঙ্গলবার থেকে এই প্রতিযোগিতা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বই দিবস
১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপীয়রের জন্ম
১৯৪১ - বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসনের জন্ম
১৯৬৯: অভিনেতা মনোজ বাজপেয়ির জন্ম
১৯৯২: সত্যজিৎ রায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৫ টাকা ৭০.৬৪ টাকা
পাউন্ড ৮৯.০৮ টাকা ৯২.৩৬ টাকা
ইউরো ৭৬.৯৮ টাকা ৭৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩১, ৯৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০, ৩৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০, ৮১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭, ৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭, ৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  April, 2019

দিন পঞ্জিকা

৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ১৪/৩৫ দিবা ১১/৪। জ্যেষ্ঠা ৩০/৫ অপঃ ৫/১৬। সূ উ ৫/১৪/২০, অ ৫/৫৫/৫৪, অমৃতযোগ দিবা ৭/৪৫ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৭ গতে ২/৭ মধ্যে, বারবেলা ৬/৪৯ গতে ৮/২৪ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে, কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৫ মধ্যে।
৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ২০/১৭/২৩ দিবা ১/২১/৪৫। জ্যেষ্ঠানক্ষত্র ৩৫/৫৫/৫৪ রাত্রি ৭/৩৭/১০, সূ উ ৫/১৪/৪৮, অ ৫/৫৭/১২, অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে, বারবেলা ৬/৫০/৬ গতে ৮/২৫/২৪ মধ্যে, কালবেলা ১/১১/১৮ গতে ২/৪৬/৩৬ মধ্যে, কালরাত্রি ৭/২১/৫৪ গতে ৮/৪৬/৩৬ মধ্যে।
১৭ শাবান
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শত্রু বশ মানতে বাধ্য হবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব বই দিবস১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ...বিশদ

07:03:20 PM

আইপিএল: সিএসকের সামনে ১৭৬ রানের টার্গেট খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ  

09:37:59 PM

 আইপিএল: হায়দরাবাদ ৯১/১ (১০ ওভার)

08:50:51 PM

গুরদাসপুরে সানি দেওলকে প্রার্থী করল বিজেপি 

08:08:03 PM

টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠাল সিএসকে 

07:36:29 PM