Bartaman Patrika
দেশ
 

কেন্দ্র: কেন্দ্রপাড়া
গ্রামে নিচুতলার সংগঠন তৈরিই হয়নি, নিজেদের শক্তি নিয়েই উদ্বেগে বিজেপি

সন্দীপন বিশ্বাস, কেন্দ্রাপাড়া, ২১ এপ্রিল: ‘বিজুবাবু’ চলচ্চিত্রটি সুপারহিট হলেও বিজু জনতা দলের বহু নেতা ও কর্মী এই ছবিটিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা এই মশালা ছবিতে বিজু পট্টনায়েকের আদর্শকে সেভাবে তুলে ধরা হয়নি। অনেকের মতে এই ছবি মানুষকে ভুল বার্তা দেবে। কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই ছবি সুপার হিট। ছবির নায়ক অনুভব মহান্তি যখন তাঁর অ্যাংরি ইমেজকে ক্যাশ করে ডায়ালগ বলেন, ‘ভুলিবারি নাহি, আমে মানে স্বাভিমানি ওড়িয়া। বন্দে উৎকল জননী’। তখন হাততালিতে হল ফেটে পড়ে। এখনও ছবিটা চলছে এখানকার তারিণী হলে। বিজেপি কমিশনের কাছে আবেদন করেছিল ছবিটি বন্ধ করে দেওয়ার জন্য। কেননা এবার নবীন পট্টনায়েক অনুভবকে প্রার্থী করেছেন কেন্দ্রাপাড়া লোকসভা কেন্দ্র থেকে। অনুভব বর্তমানে বিজেডির রাজ্যসভার সদস্য। তিনি ওড়িয়া ছবির প্রসেনজিৎ। বাঙালির কাছেও চেনা মুখ। টলিউডের কয়েকটি ছবিতে তাঁকে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়, কোয়েলের বিপরীতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনীও অনেকগুলি বাংলা ছবিতে অভিনয় করেছেন।
কেন্দ্রাপাড়া কেন্দ্রের হাইপ্রোফাইল বিজেপি প্রার্থী বৈজয়ন্ত পান্ডাকে জোর ধাক্কা দিতে নবীন পট্টনায়েক নির্ভর করছেন অনুভবের ইমেজের উপর। কেন্দ্রাপাড়া চিরকালই কংগ্রেস-বিরোধী কেন্দ্র। কংগ্রেসের মহারথীদের এখানে বারবার হারতে হয়েছে। বসন্ত বিসোয়াল, শ্রীকান্ত জেনা, অর্চনা নায়েক... সবাই হেরেছেন। এই কেন্দ্র কখনও বিজু পট্টনায়েক এবং তাঁর ঘনিষ্ঠদের খালি হাতে ফেরায়নি। সেই সুবাদে এতদিন এটা ছিল বিজু জনতা দলের গড়। এই প্রথম এখানে সেই গড় চ্যালেঞ্জের মুখে। দুর্গ কি এবারও অটুট থাকবে, নাকি ভোট ব্যাঙ্ক ধসিয়ে বৈজয়ন্ত পান্ডার বিজয়রথ একইভাবে ছুটবে? সেই প্রশ্নটাই এখানে গ্রীষ্মের তপ্ত হাওয়ার মতো পাকিয়ে উঠছে।
বৈজয়ন্ত পান্ডা এখানে খুবই জনপ্রিয়। দু’বারের বিজয়ী প্রার্থী। কেন্দ্রের মানুষ তাঁকে জয় বলেই ডাকেন। শিক্ষিত এবং বিত্তশালী মানুষ। তিনি এবার নবীনের শঙ্খ-সংসর্গ ত্যাগ করে পদ্মফুলের শরণাপন্ন। ২০১৪ সালের লোকসভা ভোটে তিনি দু’লাখেরও বেশি ভোটে জয়ী। তাঁর প্রাপ্ত ভোট ছিল প্রায় ৫৩ শতাংশ। কংগ্রেসের ধরণীধর নায়েক পেয়েছিলেন ৩৪ শতাংশ ভোট। সেবার বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন ১০ শতাংশ। এবার জার্সি বদলে জয় বিজেপির হয়ে লড়াই করছেন। চেনা মাঠ, চেনা দর্শক। তবুও যেন খেলার মাঠে কিছুটা অস্বস্তিতে জয়। কেননা প্রতিপক্ষ আছেন বিজেডির জনপ্রিয় প্রার্থী অনুভব। তরুণ বয়সের ভোটার এবং মহিলা ভোটারদের কাছে অনুভবের জনপ্রিয়তা তুঙ্গে। বিজেপির ভয়, সেটা যেন ভোটযন্ত্রে না পড়ে। কেন্দ্রাপাড়া নবীন পট্টনায়েকের কাছে একটা প্রেস্টিজ ইস্যু। তাঁর এখানে জনপ্রিয়তা থাকলেও গত পঞ্চায়েত নির্বাচনের ফল তাঁকে ভাবিয়েছে। কেননা ২০১৭ সালে জেলা পরিষদের ১০টা সিট বিজেপি দখল করে নিয়েছে। তাই শান্তিতে নেই নবীন পট্টনায়েক। পঞ্চায়েত ভোটের ফল পর্যালোচনা করে বিজেপি শিবিরের নিদান হল, আর দুই থেকে আড়াই লাখ ভোট কেটে আনতে পারলেই জয় হাসিল করা অসম্ভব নয়।
বিজেপির এই কৌশলকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন এখানকার বিজেডি নেতারা। বিজেডির কেন্দ্রাপাড়া মহিলা শাখার সম্পাদিকা সবিতা সাউ বললেন, ‘পঞ্চায়েত নির্বাচনকে মাপকাঠি করে এগচ্ছে বিজেপি। ফল বের হলে বুঝতে পারবে কত বড় ভুল করেছে। এখানে পঞ্চায়েত স্তরের নির্বাচনে প্রতীক চিহ্নে ভোট হয় না। কিন্তু বিধানসভা এবং লোকসভা ভোট হয় প্রতীক চিহ্নে। সুতরাং শঙ্খকে হারানোর মতো শক্তি এখনও এরাজ্যে বিজেপির হয়নি।’
অনুভবের ইমেজ ভোটে কতটা সহায়ক হবে প্রশ্ন করায় উনি বললেন, ‘অনুভবের ইমেজ নিশ্চয়ই খুব বড়। কিন্তু সেটা নবীনবাবুর ইমেজের থেকে বড় নয়। জয় পন্ডা জিততেন বিজুবাবুর ইমেজের জোরে। এখন নিজেকে বাঘ ভাবছেন। আর কয়েকটা দিন পরেই বেড়াল হয়ে যাবেন।’
বিজেপিও কম আত্মবিশ্বাসী নয়। তার অনেকগুলি কারণও ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সম্পাদক ধীরেন সেনাপতি। তিনি বললেন, জয় পান্ডা এখানে অনেক কাজ করেছেন। তাঁর এমপি ল্যাডের টাকায় এখানে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের সুরাহা করেছেন। এখানে একটা মিনি স্টেডিয়াম করেছেন। এই কেন্দ্রের বিজেডি প্রার্থীও রাজ্যসভার এমপি। মানুষের কাছ থেকে জেনে আসুন তো তিনি কটা পয়সা এই কেন্দ্রে দিয়েছেন!
কিন্তু জয় এই কেন্দ্রকে গুরুগ্রামের মতো করে তৈরি করবেন বলেছিলেন। সেটার কাজ কতদূর। ধীরেন বললেন, ‘বড় কাজ। এবার জিতে এলে নিশ্চয়ই হবে।’
প্রতিশ্রুতি বিলোচ্ছেন জয়। কিন্তু যে সাংগঠনিক জোর বিজেডির আছে, সেটা এখনও জয়ের নেই। একটু গ্রাম এলাকায় বিজেপির অস্তিত্ব খুঁজেই পাওয়া গেল না। বিজেপির আরও একটা ভয় হল, এখানে শেষ পর্যায়ের ভোট। তাই নবীন জয়কে হারাতে অন্য জায়গা থেকে এখানে ছেলে ঢুকিয়ে দেবেন। তাই শান্তিতে নেই জয় পান্ডাও।
এর মধ্যেও বিজেপির আশা আগামী ২৩ এপ্রিল এখানে প্রধানমন্ত্রী সভা করবেন। তার একটা সুফল মিলবেই। কিন্তু ভোটের দিনে কার ক্যাডার কতটা মুভমেন্ট করে, তার উপরই নির্ভর করছে জয়মাল্য উঠবে কার গলায়, জয় নাকি অনুভব!
মোট ভোটার: প্রায় ১৬ লক্ষ
২০১৪’র ভোটে জয়ী: বৈজয়ন্ত পান্ডা (বিজেডি)
ভোটের দিন: ২৯ এপ্রিল

22nd  April, 2019
 মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭, জখম ১০

 তিরুচিরাপল্লি (তামিলনাড়ু), ২১ এপ্রিল (পিটিআই): স্থানীয় মন্দিরের এক অনুষ্ঠানে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হল সাতজনের। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ১০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে থুরাইয়ুর এলাকার মুথিয়ামপালায়াম গ্রামে।  
বিশদ

22nd  April, 2019
 শহর পাশেই, মোদির রাজ্য গুজরাতে গ্রামীণ ভোট নিয়েই চিন্তায় বিজেপি

 সমৃদ্ধ দত্ত  আমেদাবাদ, ২১ এপ্রিল: শহর বনাম গ্রামের লড়াই হবে গুজরাতে। এখনও নোট বাতিল কিংবা জিএসটি সত্ত্বেও গুজরাতের শহরাঞ্চল বিজেপির পাশেই আছে। ২০১৭ সালে সামান্য হলেও শহরের ভোটব্যাঙ্কে ধাক্কা লেগেছিল। কিন্তু তার থেকেও অনেক বেশি উদ্বেগ গ্রাম নিয়ে।
বিশদ

22nd  April, 2019
তারকা প্রচারক না হয়েও চার গণ্ডা সভা করে বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভিএস

 জীবানন্দ বসু, এর্নাকুলাম, ২১ এপ্রিল: দল তাঁকে এবার ‘স্টার ক্যাম্পেনার’, অর্থাৎ তারকা প্রচারক বলে মনে করেনি। তাই কেন্দ্রীয় বা রাজ্য মিলিয়ে ৪০ জন প্রথম সারির সিপিএম নেতার তালিকায় ঠাঁই পাননি। তবে তাতে কিছু যায় আসেনি তাঁর। নিজের দল এবং বামজোটের অধিকাংশ প্রার্থী তাঁকে দিয়ে অন্তত একটা জনসভা করাতে চেয়েছিলেন।
বিশদ

22nd  April, 2019
 ২৩ মে-র পর সপা-বসপা জোটের সামনে কংগ্রেস ছাড়া কোনও উপায় থাকবে না: সলমন খুরশিদ

  কাইমগঞ্জ (উত্তরপ্রদেশ), ২১ এপ্রিল (পিটিআই): উত্তরপ্রদেশে শেষ ভরসা হবে সেই কংগ্রেসই। রবিবার এই দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি সলমন খুরশিদ। সাফ জানালেন, সপা-বসপা ও আরএলডির সঙ্গে নির্বাচন পরবর্তী জোট হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। এবারের লোকসভা ভোটে দলের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন বিদেশিমন্ত্রী।
বিশদ

22nd  April, 2019
চাষিদের দুরাবস্থা নিয়ে হেলদোল নেই কোনও দলের
স্থানীয় আরজেডি নেতৃত্বের সমর্থন নেই, সুপৌল ধরে রাখাই চ্যালেঞ্জ কংগ্রেসের

পাটনা, ২১ এপ্রিল: বিহারের ‘বাহুবলী’ নেতা রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের দৌলতে বরাবরই চর্চায় সুপৌল। এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন গতবারের জয়ী কংগ্রেসের রঞ্জিত রঞ্জন। যাঁর আর এক পরিচয় তিনি মাধেপুরার বিদায়ী সাংসদ তথা ‘বাহুবলী’ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের স্ত্রী। 
বিশদ

22nd  April, 2019
জয় ও বিজয়ের খেলার দিকে তাকিয়ে ওড়িশা

নিজস্ব প্রতিনিধি, কেন্দ্রপাড়া, ২১ এপ্রিল: জয় অর্থাৎ বৈজয়ন্ত পান্ডার সঙ্গে হাত মিলিয়ে লড়ছেন বিজয়ও। এই কেন্দ্রপাড়া অঞ্চলে বিজয় একটি বিশিষ্ট নাম। পুরো নাম বিজয় মহাপাত্র। ওড়িশা উপকূলবর্তী এলাকার রাজনীতিতে তিনি একজন প্রবীণ নেতা। বিজু পট্টনায়েকের মন্ত্রিসভায় ছিলেন। বিজু জনতা দলের অন্যতম প্রতিষ্ঠাতা।
বিশদ

22nd  April, 2019
অভিনন্দনকে না ফেরালে পরিণতির জন্য পাকিস্তানকে সাবধান করেছিলাম: মোদি
নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের তোপ

 পাটান ও জয়পুর, ২১ এপ্রিল (পিটিআই): বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে না ফেরালে এর পরিণতির জন্য পাকিস্তানকে সতর্ক করেছিলেন তিনি। রবিবার গুজরাতের পাটানের এক নির্বাচনী সভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশদ

22nd  April, 2019
 ‘বাবরি ধ্বংস করে আমি গর্বিত’, ফের বিতর্কে সাধ্বী, নোটিস ধরাল কমিশন

  নয়াদিল্লি, ২১ এপ্রিল: আবারও বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের। এবার প্রসঙ্গ বাবরি মসজিদ। বললেন, ‘বাবরি মসজিদ ধ্বংস করে আমি গর্বিত। দেশের সব কালিমা ধুয়ে মুছে সাফ গিয়েছে।’ এই মন্তব্যের জন্য যথারীতি তাঁকে নোটিস ধরিয়েছে নির্বাচন কমিশন। তাতেও ভ্রূক্ষেপহীন সাধ্বী প্রজ্ঞা। তাঁর প্রতিক্রিয়া, কমিশনের নোটিস পেয়েছি।
বিশদ

22nd  April, 2019
কোনও হিংসাই মেনে নেওয়া যায় না: মমতা
এই অঞ্চলে এধরনের বর্বরতার কোনও স্থান নেই, শ্রীলঙ্কার বিস্ফোরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া মোদির

নয়াদিল্লি, ২১ এপ্রিল (পিটিআই): রবিবার শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তাঁর ট্যুইট, শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণের তীব্র নিন্দা করছি।
বিশদ

22nd  April, 2019
 শ্রীলঙ্কা বিস্ফোরণ: গির্জাগুলির নিরাপত্তা বাড়াল গোয়া সরকার

 পানাজি, ২১ এপ্রিল (পিটিআই): শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের জেরে রবিবার রাজ্যের সব গির্জা চত্বরে নিরাপত্তা বাড়াল গোয়া সরকার। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, বিভিন্ন গির্জা চত্বরে নিরাপত্তা বাড়ানোর জন্য তিনি রাজ্য পুলিসের ডিজি প্রণব নন্দাকে নির্দেশ দিয়েছেন।
বিশদ

22nd  April, 2019
 কলম্বো যাতায়াতের উড়ান টিকিট বাতিলের চার্জ মকুব করল এয়ার ইন্ডিয়া

 নয়াদিল্লি, ২১ এপ্রিল (পিটিআই): শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোয় যাতায়াতের জন্য উড়ানের টিকিট বাতিল বা বদলের চার্জ আগামী ২৪ এপ্রিল পর্যন্ত মকুব করল এয়ার ইন্ডিয়া (এআই)। রবিবার শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের জেরেই এআইয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
বিশদ

22nd  April, 2019
শ্রীলঙ্কা বিস্ফোরণে নিহত কেরলের এক বাসিন্দা সহ চার ভারতীয়
সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করার আহ্বান বিজয়নের

  চেন্নাই, ২১ এপ্রিল (পিটিআই): শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চারজন ভারতীয়। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এক ট্যুইটে জানান, লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ নামে তিন ভারতীয় এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।
বিশদ

22nd  April, 2019
 মোদির বায়োপিকের দ্রুত মুক্তির প্রার্থনায় সাঁইবাবার মন্দিরে পুজো বিবেক ওবেরয়ের

 সিরিডি, ২১ এপ্রিল (পিটিআই): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় আপাতত আটকে গিয়েছে সিনেমার মুক্তি। অভিনীত সিনেমার দ্রুত মুক্তির কামনায় সাঁইবাবার মন্দিরে পুজো দেন তিনি। 
বিশদ

22nd  April, 2019
 বালাকোট: বিরোধীদের ফের তোপ বিজেপির

 নয়াদিল্লি, ২১ এপ্রিল (পিটিআই): বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ চেয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এনিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ অন্যান্য নেতাদের জবাব দিতে একগুচ্ছ অ্যানিমেশন ভিডিও প্রকাশ করল বিজেপি।
বিশদ

22nd  April, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় রিগিং করতে পারছেন না। জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সুদৃঢ পদক্ষেপ দিদির রিগিং প্রক্রিয়ায় বড়সড় আঘাত হেনেছে। ...

নোৎরদমের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, প্রায় ৫২ একরের ওক গাছের জঙ্গল কেটে সাফ করে বানানো হয়েছিল এই গির্জা। অন্দরসজ্জার মূল কাঠামো তৈরি করতে লেগেছিল অন্তত ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 জিয়াং (চীন), ২২ এপ্রিল: এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের প্রত্যাশা বেশি ওলিম্পিক ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক ও বিশ্বের একনম্বর বজরং পুনিয়াকে ঘিরে। মঙ্গলবার থেকে এই প্রতিযোগিতা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বই দিবস
১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপীয়রের জন্ম
১৯৪১ - বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসনের জন্ম
১৯৬৯: অভিনেতা মনোজ বাজপেয়ির জন্ম
১৯৯২: সত্যজিৎ রায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৫ টাকা ৭০.৬৪ টাকা
পাউন্ড ৮৯.০৮ টাকা ৯২.৩৬ টাকা
ইউরো ৭৬.৯৮ টাকা ৭৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩১, ৯৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০, ৩৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০, ৮১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭, ৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭, ৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  April, 2019

দিন পঞ্জিকা

৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ১৪/৩৫ দিবা ১১/৪। জ্যেষ্ঠা ৩০/৫ অপঃ ৫/১৬। সূ উ ৫/১৪/২০, অ ৫/৫৫/৫৪, অমৃতযোগ দিবা ৭/৪৫ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৭ গতে ২/৭ মধ্যে, বারবেলা ৬/৪৯ গতে ৮/২৪ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে, কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৫ মধ্যে।
৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ২০/১৭/২৩ দিবা ১/২১/৪৫। জ্যেষ্ঠানক্ষত্র ৩৫/৫৫/৫৪ রাত্রি ৭/৩৭/১০, সূ উ ৫/১৪/৪৮, অ ৫/৫৭/১২, অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে, বারবেলা ৬/৫০/৬ গতে ৮/২৫/২৪ মধ্যে, কালবেলা ১/১১/১৮ গতে ২/৪৬/৩৬ মধ্যে, কালরাত্রি ৭/২১/৫৪ গতে ৮/৪৬/৩৬ মধ্যে।
১৭ শাবান
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শত্রু বশ মানতে বাধ্য হবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব বই দিবস১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ...বিশদ

07:03:20 PM

আইপিএল: সিএসকের সামনে ১৭৬ রানের টার্গেট খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ  

09:37:59 PM

 আইপিএল: হায়দরাবাদ ৯১/১ (১০ ওভার)

08:50:51 PM

গুরদাসপুরে সানি দেওলকে প্রার্থী করল বিজেপি 

08:08:03 PM

টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠাল সিএসকে 

07:36:29 PM