উত্তরবঙ্গ

আর জি কর ইস্যুতে রাস্তায় দিনহাটা থেকে ফালাকাটা

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আর জি কর ইস্যুতে রবিবার শিলিগুড়ি থেকে দিনহাটা, ফালাকাটা থেকে মাথাভাঙায় রাস্তায় নামল জনতা। ‘জলদি করো সিবিআই’ স্লোগান নিয়ে সন্ধ্যায় দিনহাটায় জ্বলে উঠল হাজারো মোবাইলের ফ্ল্যাশলাইট। নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে পথে হাঁটেন চিকিৎসকরাও। নারকীয় ঘটনায় সিবিআইয়ের তদন্তের দীর্ঘ সূত্রতার বিরুদ্ধে সোচ্চার হন তাঁরাও। দিনহাটার নাগরিক সমাজের মিছিলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ একাধিক সামাজিক সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন। হেমন্ত বসু কর্নার থেকে মিছিল বের হয়। দিনহাটা পাঁচ মাথা মোড় হয়ে সংহতি ময়দানে মিছিল শেষ হয়। মন্ত্রী বলেন, আর জি কর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। যারাই দোষী হোক তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এদিন হাজারে হাজারে মানুষ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই বার্তা দিয়েছে সিবিআই’কে। আইএমএ’র দিনহাটা শাখার সম্পাদক বিদ্যুৎকমল সাহা বলেন, একমাস হতে চলল সিবিআই তদন্তের কোনও গতি নেই। অভিযুক্তদের ফাঁসির দাবি জানাতে মিছিলে হেঁটেছি আমরা। এদিকে, এদিন শতাব্দী প্রাচীন মাথাভাঙা হাইস্কুলের প্রাক্তনীরা নামেন পথে। একইসঙ্গে বেশ কয়েকটি সামাজিক সংগঠনও ময়দানে নামে। রাতে হয় এই কর্মসূচি। মাথাভাঙা হাইস্কুলের প্রাক্তনী তথা শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন, অভিযুক্তদের কঠিন শাস্তির দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে ফালাকাটা শহরের মাদারি রোডে সন্ধ্যায় লোকজন পথে নামে। মোমবাতি নিয়ে মিছিল করা হল। মাদারি রোড দুর্গা মণ্ডপ থেকে  প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের ট্রাফিক মোড় পর্যন্ত যায়। মালবাজার শহরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা মিছিল করেন। মাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পদযাত্রাটি শুরু হয়। ক্যালটেক্স মোড় হয়ে ঘড়ি মোড়ে এসে শেষ হয় পদযাত্রা। তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের প্রকৃত বিচার ও অপরাধীদের কঠিন শাস্তির দাবি জানিয়ে সন্ধ্যায় শিলিগুড়ির রাস্তায় নামে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বর্তমান ও প্রাক্তনীরা। - নিজস্ব চিত্র
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা