উত্তরবঙ্গ

তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ, বাবলা-রহিমের হুঁশিয়ারিতে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনের সময় তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে হুঁশিয়ারি মালদহ জেলা সহ সভাপতি দুলাল সরকারের। দিন কয়েক আগে ইংলিশবাজার শহরের ফোয়ারা মোড়ে একসঙ্গে বেশ কয়েকটি সংগঠন ও মঞ্চের তরফে ‘রাত দখল’ কর্মসূচি পালিত হয়। আন্দোলন শেষে সেখানে তৃণমূলের বেশকিছু পতাকা ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। এর প্রতিবাদে দুলাল সরকার (বাবলা)  শনিবার হুঁশিয়ারি দেন, যারা রাতে ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা খুলে আগুন লাগিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে। যারা পুড়িয়েছে, আমরা চাইলে তাদের রাস্তায় টাঙিয়ে ফেলে দিতে পারতাম। কিন্তু তা করিনি। কারণ হাসপাতালে নিয়ে গেলে ওখনে আমাদের ডাক্তার ভাই, বোনেরা চিকিৎসা করছেন না। তাই সেসব কাজ করিনি। 
রবিবার দুলাল তাঁর হুঁশিয়ারির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আসলে আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনকে বিজেপি কলুষিত করছে।  আন্দোলনকারীদের প্রতি দল সহানুভূতিশীল। বলতে চেয়েছিলাম আন্দোলনের নামে কেউ রাজনীতি বা  বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বরদাস্ত করব না।
শনিবার ওই একই পথসভা থেকে দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিও সুর চড়িয়েছিলেন। তিনি বলেন, আন্দোলনের নামে বিজেপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তুমি বন্ধু একটা পতাকা খুলে যদি পায়ের তলায় ফেলার চেষ্টা করো, তাহলে তোমার পঞ্চাশটা লোকের পিঠের চামড়া তুলে দেবে তৃণমূল। 
এবিষয়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর মন্তব্য, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এসব কথা ওদের মুখেই মানায়।  
(তৃণমূলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন দুলাল সরকার।- নিজস্ব চিত্র)
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা