হ য ব র ল

সৌরমণ্ডলের শীতলতম গ্রহ
স্বরূপ কুলভী

সূর্য থেকেই সৃষ্টি সৌরজগতের। আর এই সুবিশাল নক্ষত্রকে কেন্দ্র করেই ঘুরছে পৃথিবী সহ আটটি গ্রহ। এছাড়াও রয়েছে বামনগ্রহ, ধূমকেতু, ধূলিকণা, উপগ্রহ, গ্রহাণু-আরও কত কী। সৌরমণ্ডলে গ্রহগুলির প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।   বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হল পাথুরে গ্রহ। এগুলির পৃষ্ঠদেশ কঠিন। আর  মঙ্গলের পরের বাকি চারটে গ্রহের হালহকিকত একেবারে আলাদা। বৃহস্পতি ও শনি গ্রহ দুটো বিপুল আকারের এক একটা গ্যাস দানব। ইউরেনাস ও নেপচুন যেন  এক একটি বরফের দানব। তাছাড়া কোথাও তীব্র গরম আবার কোথাও তীব্র ঠান্ডা। সৌরমণ্ডলের সমস্ত গ্রহই সূর্য থেকে আলো ও উত্তাপ পায়। তাই দূরত্ব অনুসারে তাপমাত্রার তারতম্য হয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্বে এমনই যে এর জন্যই এখানে প্রাণের উপযোগী তাপমাত্রা রয়েছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। তারপর রয়েছে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এখন প্রশ্ন হল সৌরমণ্ডলের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি। তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা ভাবতেই পারে যে, নেপচুনই বুঝি সৌরজগতের শীতলতম গ্রহ।  কারণ এটিই সৌরজগতের অষ্টম তথা শেষ  গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব প্রায় ৪৪৮ কোটি ২২ লক্ষ কিলোমিটার দূরে। এমন ভাবার যুক্তিও রয়েছে। কারণ, আগুনের কুণ্ডলীর যত কাছে যাওয়া যায়, ততই গরম লাগে।  দূরে সরে গেলে আর গরম লাগবে না। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে এই তত্ত্ব খাটে না। বিজ্ঞানীদের মতে,  গ্রহগুলির মধ্যে সবচেয়ে ঠান্ডা হল ইউরেনাস। সৌরমণ্ডলের সপ্তম গ্রহ। সূর্য থেকে ইউরেনাসের দূরত্বও কম নয়। তা হল ২৯০ কোটি কিলোমিটার। তাহলেও তা নেপচুনের চেয়ে সূর্য থেকে ১৫৮ কিলোমিটার কাছে রয়েছে। কিন্তু তারপরও ঠান্ডায় নেপচুনকে টেক্কা দিয়েছে ইউরেনাস। নেপচুনের তাপমাত্রা মাইনাস ২১৪ ডিগ্রি সেলসিয়াস। শূন্য ডিগ্রি তাপমাত্রায় জল জমে বরফ হয়ে যায়। এই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। ভাবতে পার, নেপচুনের তাপমাত্রা সেই হিমাঙ্কের চেয়ে ২১৪ ডিগ্রি সেলসিয়াম নীচে! আর ইউরেনাসের তাপমাত্রা? আগেই বলেছি, তা নেপচুনের থেকেও কম। মাইনাস ২২৪ ডিগ্রি সেলসিয়াস।  এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সূর্যের কাছাকাছি থাকার হিসেবটা এবেলা বদলে গেল কীভাবে? সূর্যের কাছে থেকেও কেন ইউরেনাস কেন নেপচুনের থেকে বেশি ঠান্ডা?
আসলে এক্ষেত্রে সূর্যের দূরত্বের সঙ্গে কোনও সম্পর্কই নেই? আসলে সৃষ্টির সময়ে সৌরমণ্ডলের উথালপাথালেই এই কাণ্ড। বিজ্ঞানীরা মনে করেন, শত শত কোটি বছর আগে ইউনেরাসে পৃথিবী বা মঙ্গল গ্রহের আকারের কোনও সুবিশাল বস্তু আঘাত হেনেছিল। এরফলে যেটুকু তাপ ইউনেরাস ধরে রেখেছিল,  সেটুকুও বেরিয়ে যায়। সেইসঙ্গে  ইউনেরাস একদিকে হেলে গিয়েছিল। স্বাভাবিক অবস্থানের তুলনায় হেলে থাকায়  ঠিকমতো আলো পড়ে না এই গ্রহে।  নেপচুনের ক্ষেত্রে এই সমস্যা নেই। তাই নেপচুনের চেয়ে বেশি ঠান্ডা ইউরেনাস। আরও একটা কথা। সূর্যের চারপাশে ইউরেনাসের ঘুরে আসতে ৮৪ বছর সময় লাগে। ফলে গ্রহটির একটি মেরু সূর্যের দিকে ৪২ বছর ঘুরে থাকে। এসময় অন্য মেরু থাকে সম্পূর্ণ অন্ধকার।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা