হ য ব র ল

হরেকরকম  হাতের কাজ

ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।

শুরু হয়েছে নতুন বিভাগ ‘হরেকরকম হাতের কাজ’। ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস কাজে লাগিয়ে কেমন করে সুন্দর ক্রাফ্ট তৈরি করা যায়, থাকছে তারই হদিশ। এবারের বিষয় বোতলে ভরাট নকশা। এমন সব হাতের কাজ শেখানো হচ্ছে, যা কিশোর-কিশোরীরা অনায়াসেই বাড়িতে বসে তৈরি করতে পারবে।

কাচের বোতলে রং তুলির টানে নকশা তোলার কায়দা তোমাদের আগেও একবার শেখানো হয়েছিল। এবার আর একটু ভরাট নকশার কথা তোমাদের শেখাবেন ডিজাইনার বিদিশা বসু। তবে এই ধরনের নকশার জন্য একটু ধৈর্য লাগবে। আর তার সঙ্গে চাই সূক্ষ্ম হাতের কাজ। বিদিশা বললেন, ‘বোতলে পেন্টিং এখন খুবই ট্রেন্ডিং। পুরনো বোতলে নতুন চেহারা দিতে চাইছেন অনেকেই। তাছাড়া এই ধরনের বোতলে ডিজাইন করে বাচ্চাদেরও অনেকটা সময় এনগেজ করে রাখা যাচ্ছে সৃজনশীল কাজে।’ তাহলে আর দেরি কেন? চটপট শিখে নাও বোতলে ভরাট নকশার উপায়টি। তবে তার আগে জানতে হবে এই কাজে কী কী লাগবে।

উপকরণ: একটা পুরনো বোতল, গ্লাস পেন্ট মার্কার, পোস্টার কালারের একটা সেট। পদ্ধতি: প্রথমে বোতলাটা ধুয়ে পরিষ্কার করে নাও। তারপর তা পুরোপুরি শুকিয়ে নাও। এবার বোতলে গ্লাস পেন্ট মার্কার দিয়ে কিছু অংশ ভাগ করে নাও। ধর, গোটা বোতলে গ্লাস পেন্ট মার্কারের সূক্ষ্ম রেখা টেনে তিনটে বা চারটে ভাগ করে নিলে। এবার এই ভাগুলো এক একটা এক এক রকম রং দিয়ে ভরাট কর। প্রতিবারই রং করার পর তা শুকিয়ে নেওয়ার সময় দিতে হবে। এরপর খুব সরু তুলি দিয়ে রঙের উপর কনট্রাস্ট করে নিজের পছন্দমতো নকশা আঁকো। তাতে কোনও দৃশ্য থাকতে পারে, অথবা তা কোনও প্যাটার্নের মতো হতে পারে। এক একটা ভাগের জন্য আলাদা আলাদা নকশার ধরন আঁকবে। এবার সেগুলো শুকিয়ে নাও। একটা শুকিয়ে গেলে অন্যটা আঁকতে হবে। নাহলে তা ধেবড়ে যেতে পারে। এবার পুরো বোতলটা ভরাট করে নকশা আঁকার পর অনেকে তার ভিতর আলো দিয়ে বটল লাইট তৈরি করে, কেউ বা ঘর সাজানোর কাজে লাগায়। তোমাদের কোনটা পছন্দ? 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা