বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
হ য ব র ল

বিভ্রান্তিকর মানচিত্র

সায়নদীপ ঘোষ: বিশ্বের মানচিত্রের সঙ্গে নিশ্চয়ই তোমাদের পরিচয় আছে? চোখ বন্ধ করলেই মনের মধ্যে ভেসে উঠবে বিভিন্ন দেশের ছবি। প্রত্যেকটির দেশে আকার-আয়তন ভিন্ন। এবার যদি বলা হয়, মানচিত্রে যা দেখানো হয়েছে সেটা পুরো সত্য নয়! শুনে অবাক হচ্ছ তো? কিন্তু এটাই সত্যি। বিশ্ব মানচিত্রে দেখানো হয়, নিরক্ষরেখার কাছে থাকা দেশগুলির আকার ছোট। আর নিরক্ষরেখার দূরে থাকা দেশের আয়তন বেশ কিছুটা বড়। সেক্ষেত্রে ভারত নিরক্ষরেখা থেকে দূরে থাকলে মানচিত্রের মধ্যে আকার আরও বড় হতে পারত। এই বিভ্রান্তির কারণ কী? চল, সেটাই দেখে নেওয়া যাক। 
পৃথিবীর আদি মানচিত্র তৈরি হয়েছিল অনেকদিন আগে। তখন বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে সেভাবে কিছুই জানা ছিল না। অজানাকে জানতে গবেষণা চলছে দিনরাত। পুরোটাই ছিল চৌম্বকীয় কম্পাস আর ধ্রুবতারার উপর নির্ভরশীল। প্রথমে একটি সমান্তরাল কাগজের উপর আঁকা হল মানচিত্র। কোন দেশ কোথায় সেটা জানা গেল ঠিকই। কিন্তু আকার-আয়তন স্পষ্ট হল না। ১৫৬৯ সালে নতুন মানচিত্র তৈরি করলেন জেরারডাস মার্কেটার নামে এক ব্যক্তি। নিরক্ষরেখা ধরে বিভিন্ন দেশের আকার ঠিক করা হল। তার জেরেই তৈরি হল বিভ্রান্তি।
পৃথিবীর বিভিন্ন অংশে রয়েছে এক একটি দেশ। কোনও জায়গায় রয়েছে পর্বতমালা। কোথাও আবার সমতলভূমি। সমান্তরাল কাগজের উপর তৈরি মানচিত্রে সেই তফাৎ ধরা পড়ল না। তাই বাস্তব আকার-আয়তনের সঙ্গে ফারাক থেকেই গেল। 
উদাহরণ হিসেবে ধরা যাক গ্ৰিনল্যান্ডের কথা। মানচিত্রে যা দেখানো হয়েছে তার তুলনায় এই দেশটি অনেকটাই ছোট। তবে ম্যাপ দেখে তা বোঝা সম্ভব নয়। মানচিত্রে দেখলে এই দেশটিকে ভারতের তুলনায় অনেক বড় মনে হয়। বাস্তবে কিন্তু তা নয়। ভারতের আয়তন ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গ কিলোমিটার। শুধু তাই নয়, চীনের আয়তন ৯৫ লক্ষ ৯৬ হাজার ৯৬১ বর্গ কিলোমিটার। আর গ্ৰিনল্যান্ডের আয়তন মাত্র ২১ লক্ষ ৬৬ হাজার ৮৬ বর্গ কিলোমিটার। তবে মানচিত্রে চীনের থেকেও গ্ৰিনল্যান্ডকে বড় দেখানো হয়েছে। কারণ চীন নিরক্ষরেখার কাছাকাছি রয়েছে। ভারতের এই পড়শি দেশের থেকে মানচিত্রে আকারে বড় কানাডা। অথচ বাস্তবের হিসেব বলছে, আয়তনে চীন অনেকটাই বড়। উত্তর মেরু থেকে দূরত্বের কারণে কানাডাকে বড় দেখানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই সমস্যা। আয়তন বেশি হলেও মানচিত্রে আকারে বাইডেনের দেশের থেকে বড় অস্ট্রেলিয়া। তাই এরপর থেকে মানচিত্র দেখে কোনও দেশের আকার-আয়তনের বিচার করতে যেও না। যা দেখা যায়, তা সত্যি নাও হতে পারে!
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা