হ য ব র ল

খাঁচা ভর্তি গাছ

একটা অন্য ধরনের হাতের কাজ আজ শেখাবেন তোমাদের ডিজাইনার বিদিশা বসু। নাম ‘কেজ প্লান্টিং’। খাঁচার ভেতর গাছের ছায়া। অবাক হলে নাকি? ভাবছ, খাঁচায় আবার গাছ কবে থেকে রাখা হয়? খাঁচা তো পাখির জন্য। কিন্তু তা মোটেও বিশ্বাস করেন না এই ডিজাইনার। তাঁর কথায়, পাখি তো মুক্ত আকাশে উড়ে বেড়াবে। খাঁচায় তাঁকে বন্দি করা কেন? তার চেয়ে বরং খাঁচা ভরা পাখি এনে তাদের ছেড়ে দাও আকাশে। উড়ুক তারা স্বাধীন মনে। আর গাছ লাগিয়ে খাঁচার ভোল বদলে ফেল তোমরা। যদি ভাব সেটা কীভাবে সম্ভব? তবে শোনো কেমন করে করতে হবে এই হাতের কাজটি । তবে তার আগে বলি কী লাগবে এই হাতের কাজটি করতে।

উপকরণ: মাঝারি মাপের খাঁচা ১টা, লতানো গাছ ১টা, মাটি আন্দাজ মতো, রং ইচ্ছে অনুযায়ী, তুলি ১টা, লতাগুল্ম চারা ১টা। 
পদ্ধতি: প্রথমে একটা পরিষ্কার জায়গায় মাটি ফেলে তা কুপিয়ে প্রস্তুত করে নাও। মাটি তৈরি করার পর তাতে লতাগুল্মের চারা রোপণ কর। এই ফাঁকে খালি খাঁচাটি প্রস্তুত করে নাও। তাতে রং করে নাও তোমার পছন্দের রং দিয়ে। রং শুকিয়ে নাও। তারপর তা লতার উপর চাপা দিয়ে দাও। দেখবে, খাঁচা ঘিরে লতাটি কেমন বেড়ে উঠবে আপন ছন্দে। রোজ জল দিয়ে গাছের যত্ন নিতে ভুলো না কিন্তু। ক্রমশ খাঁচাটিকে ঢেকে দিয়ে তার গা বেয়ে বেড়ে উঠবে লতা গাছ। খাঁচাটি তখন সেই লতানে গাছের আশ্রয় হয়ে উঠবে। কেমন লাগল এই হাতের কাজটা? দেরি কর না, খাঁচার ভেতর গাছের চারা লাগিয়ে ফেল শিগগির।
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা