বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
হ য ব র ল

কাচের মোমদানি

ছোট্ট বন্ধুরা, চল আজ কাচের বোতল দিয়ে অন্য ধরনের একটা হাতের কাজ শিখি। ডিজাইনার বিদিশা বসু বললেন বাচ্চাদের ছোটখাট কাজের মধ্যে দিয়েই নানারকম জিনিস শেখানো যায়। তাই হাতের কাজ শেখার মাধ্যমে তারা অন্য অনেক কিছুই শিখতে পারে। এই যে ফেলে দেওয়া জিনিস নতুন করে ব্যবহার করা, তা পরিষ্কার করা, তাতে অল্প একটু নকশা করা এইগুলো সবই কিন্তু আলাদা আলাদা শিক্ষা। আসলে এর থেকে আমরা উপলব্ধি করতে পারি যে, অব্যবহার্য বলে কোনও কিছু হয় না। আমাদের জীবনে কোনও না কোনও সময় কাজে লেগে যেতে পারে সেই অব্যবহার্য সামগ্রীগুলিই। এবার বলি আজকের হাতের কাজের কথা। একটা সরু, লম্বাটে কাচের বোতল। সেটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। ভেতর থেকে যেমন পরিষ্কার করবে, তেমনই বাইরে থেকেও পরিষ্কার করা প্রয়োজন। এবার এই বোতলের মুখের কাছে একটা ডিজাইন তৈরি করে নাও। ব্যস, হাল ফ্যাশনের মোমদানি তৈরি। শিখতে চাও এই সহজ হাতের কাজটা? কী কী লাগবে আগে বলে দিই।

উপকরণ: একটা লম্বাটে কাচের বোতল একটু সরু মুখের, হাল্কা গরম জল, একটা পুরনো জামা থেকে কেটে নেওয়া বেল্ট, মোমবাতি।

পদ্ধতি: প্রথমে বালতিতে গরম জল নাও। তাতে অল্প লিকুইড সাবান গুলে নাও। এবার কাচের বোতলটা এই জলে সারা রাত ভিজিয়ে রেখে দাও। সকালে বোতলটা জল থেকে তুলে নাও। দেখবে ভেতর থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার বোতলের গায়ে লেগে থাকা কাগজটা একটা চামচ দিয়ে কুরে কুরে তুলে ফেল। ব্যস, বোতল বাইরে থেকেও পরিষ্কার হয়ে যাবে। এরপর এই বোতলের মুখের কাছে বেল্টটা বেঁধে একটা সুন্দর বো তৈরি করে নাও। পারলে বেল্ট দিয়ে একটা ফুল তৈরি করে সেটাকে বোতলের গলার কাছে লাগিয়ে দাও। এবার বোতলের মুখে মোমবাতি লাগিয়ে দাও। তাহলেই তৈরি হয়ে যাবে হাতে তৈরি বাহারি মোমদানি। চাইলে কাচের বোতলের গায়ে রং দিয়ে নানা ধরনের নকশাও করতে পার।  
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা