হ য ব র ল

যারা রং বদলায়

শুধু গিরগিটিই নয়, আরও বেশ কিছু প্রাণী আছে, যাদের রং বদলের ক্ষমতা রয়েছে। সেইসব প্রাণীর খোঁজ দিলেন স্বরূপ কুলভী

এই তো ইউরো কাপের সময় বিলু গোড়া থেকে ফ্রান্সের হয়ে গলা ফাটাচ্ছিল। সে কী তর্ক! ফ্রান্সের মতো টিম আর কারও নেই। ফাইনালের আগেই হঠাৎ ভোলবদল। রাতারাতি স্পেনের সমর্থক। মিতুদা তো ওর কাণ্ড দেখে অবাক। বলে, সেকি রে। তুই তো দেখি গিরগিটির মতো রং বদলাস। একটু লজ্জা পেয়েছিল বিলু। ওই অবস্থায় ওর ত্রাতা হয়ে উঠলেন রবি কাকা। বিলুকে পাশে বসিয়ে বললেন, আহা, গিরগিটিকেই দোষ দেওয়া কেন বাপু? আর কি কেউ রং বদলায় না! আমরা সবাই মিলে রবি কাকাকে ঘিরে ধরলাম। বুঝতে পারছিলাম, মজাদার কিছু জানা যাবে। রবি কাকা বললেন, গিরিগিটি ছাড়াও প্রাণীকুলে অনেক পোকামাকড়, ব্যাঙ, মাছ, এমনকী অক্টোপাসও রং বদলায়। আসলে শিকার ধরতে বা শিকারিদের হাত থেকে নিজেদের বাঁচাতে ওই প্রাণীগুলি রং বদল করে।  এভাবেই চলে তাদের বেঁচে থাকার লড়াই। আবার রং বদলে নিজেদের মধ্যেও ভাবের আদানপ্রদান করে ওরা। 
বিলু এবার বলল, আর কোন কোন প্রাণী রং বদলায়? রবি কাকা বলল, এব্যাপারে জলচর-স্থলচর, উভয় শ্রেণির প্রাণীই রয়েছে। এবার একটা একটা করে বলছি।

সি হর্স 
এটি সমুদ্রে থাকে। এরা কোনও কারণে ভয় পেলে কয়েক সেকেন্ডের মধ্যে রং বদলে ফেলতে পারে। 

গোল্ডেন টরটোয়েজ বিটল
এই পতঙ্গকে কোনও কারণে ছুঁতে গেলেই রং বদলে ফেলে। কাছাকাছি কোনও কিছুর রং ধারণ করে নিজেকে লুকিয়ে ফেলে। এমনিতে এর রং লাল ও উজ্জ্বল সোনালি। 

মিমিক অক্টোপাস
সমুদ্রে থাকে। এরাও রং বদলে সিদ্ধহস্ত।  মূলত প্রশান্ত মহাসাগর এদের বাসস্থান। এই অক্টোপাসের ত্বক খুবই নরম। সেজন্য এরা দ্রুত রং বদল করতে পারে। 

ট্রি ফ্রগ
এদের জীবনের বেশিরভাগ সময়টাই গাছে কাটে। এক গাছ থেকে অন্য গাছে অনায়াসে চলাফেরা করে তারা। আর বেগতিক দেখলেই রং বদলে ফেলে।  ব্যাঙের সবচেয়ে বড় শত্রু সাপ।  এই ব্যাঙ  সাপ দেখতে পেলেই দু-এক মিনিটের মধ্যে রং বদলে ছদ্মবেশ নিয়ে গাছের সঙ্গে মিশে যায়।  সেইসঙ্গে ঋতু অনুযায়ীও এরা রং বদলায়। গরমে গাছের পাতার সঙ্গে মিলে হলুদ বর্ণ ধারণ করে। 

মঙ্কফিস
সমুদ্রের তলদেশে বালির সঙ্গে মিশে এই মাছ।  বালির মতোই রং নিয়ে এরা নিজেদের সুরক্ষা খোঁজে। আর অন্য কোনও মাছ সেই পতঙ্গ ভেবে এগিয়ে আসে, তৎক্ষণাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে মঙ্কফিস। 

ফ্লাউন্ডার ফিশ
রং বদল করতে পারে। মজার ব্যাপার, এরা শরীর নয়,  চোখ দিয়ে রং বদল করে। এরা সহজেই চলাচলের পথ বা বাসস্থান অনুযায়ী বর্ণ ধারণ করে। এরা যে জায়গায় থাকে, সেখানকার রং চোখ দিয়ে ধরে সেই অনুযায়ী শরীরের বর্ণ বদলে ফেলে।
এতটা বলে থামলেন রবি কাকা। তারপর বললেন, এখানেই শেষ নয়। আরও বেশ কয়েকটি প্রাণী রয়েছে, যারা রং বদলে সিদ্ধহস্ত।  যেমন ক্র্যাব স্পাইডার, কাটল ফিস, স্কুইড, সায়ানিয়া অক্টোপাস। 
আর গিরগিটি তো আমর সবাই দেখেছি।
 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা