রাজ্য

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা বিজ্ঞানীর তালিকায় সোনারপুরের কৃতী গবেষক

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের বাসিন্দা এক অধ্যাপক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে প্রতি বছরই পৃথিবীর বাছাই করা সেরা এবং মেধাবী বিজ্ঞানীর তালিকা প্রকাশ করা হয়। ২০২৪ সালে প্রকাশিত সেই তালিকায় জায়গা করে নিয়েছেন সন্তু দে নামে ওই বিজ্ঞানী, যিনি বর্তমানে আসানসোলের বিধানচন্দ্র কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাথেমেটিক্যাল ফিজিক্সের উপর বিশেষ গবেষণাপত্রের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। সন্তুবাবু বলেন, এই স্বীকৃতি পেয়ে ভালোই লাগছে। এত কম বয়সে খুব বেশি গবেষক এই তালিকায় নেই বলে মনে হয়।
সোনারপুরের কোদালিয়া এবং হরিনাভির স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পি এইচ ডি করেছেন সন্তুবাবু। ছেলের সাফল্যে খুশি পরিবার। তাঁর বাবা সুবল দে বলেন, ছেলে বরাবরই ভালো ছিল পড়াশোনায়। এই স্বীকৃতি পাওয়ায় আমরা খুবই খুশি। পাড়া সূত্রে জানা গিয়েছে, গবেষণা করার জন্য একাধিক আইআইটিতে সুযোগ এসেছিল সন্তুবাবুর। কিন্তু তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই বেছে নেন। এত কম বয়সে তিনি এই স্বীকৃতি পাওয়ায় গর্বিত বোধ করছেন তাঁর স্কুলের শিক্ষকরাও। তাঁরা বলছেন, এটা শুধু সোনারপুর নয়, জেলার গর্বের বিষয়।
9h 9m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা