রাজ্য

কৌতূহলী শিশুমনে প্রভাব ফেলছে আর জি কর কাণ্ড, মানসিক স্বাস্থ্য ফেরাতে কর্মশালা স্কুলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের নামী স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নবমিতা বরাবরই কৌতূহলী। ওর নতুন কৌতূহল আজাদি শব্দের মানে খোঁজা। স্কুল থেকে বাড়ি ফেরার সময় শব্দটা শুনে তার মনে গেঁথে গিয়েছে। মাকে প্রশ্ন করতে তিনিও হতবাক। এই শব্দের তো বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন অর্থ। কী করে বোঝাই মেয়েকে! আমতা আমতা করে ‘স্বাধীনতা’ শব্দটুকু বলে শান্ত করলেন নবমিতাকে।
তৃতীয় শ্রেণির সুহানি বন্ধুদের কাছে গল্প করছে, ‘প্রোটেস্ট র‌্যালি’ ব্যাপারটা তার একেবারেই না-পসন্দ। কী কারণ? শিক্ষিকারা তাঁকে প্রশ্ন করায় সে জানায়, আগের দিনই তার বাবা অনেক দেরিতে বাড়ি ফিরেছেন। এসে বলেছেন, প্রোটেস্ট র‌্যালির জন্য রাস্তা বন্ধ ছিল। তাই এই দেরি। বাবার দেরি হচ্ছে যে জিনিসটির জন্য সেটি কীভাবে ভালো লাগতে পারে সুহানির? তবে প্রোটেস্ট র‌্যালি আসলে কী, তা বুঝতে চেয়ে মা ও বাবাকে প্রশ্নে জর্জরিত করে ফেলছে বাচ্চাটি।
আর জি কর কাণ্ড যে শিশুমনে বিভিন্ন ভাবে প্রভাব ফেলছে, তা বুঝতে পারছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। একই আশঙ্কা তৈরি হচ্ছে অভিভাবকদের মধ্যেও। একটি নামী বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণির পরীক্ষার প্রশ্নে সম্প্রতি ব্যবহার হয়েছে ‘রেপ’ এবং ‘মার্ডার’-এর মতো শব্দ। তারপর পড়ুয়ারা বাড়িতে গিয়ে রেপের অর্থ জিজ্ঞেস করছে। কেউ কেউ মা-বাবার ফোন থেকে সোশ্যাল মিডিয়া ঘাঁটে। সেখানেও নানা মন্তব্য। তা দেখেও ভারাক্রান্ত হচ্ছে শিশুমন। অশোক হল হায়ার সেকেন্ডারি স্কুল, মহাদেবী বিড়লা শিশুবিহারের মতো স্কুল তাই পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ফেরাতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে। অশোক হলের প্রধান শিক্ষিকা আত্রেয়ী সেনগুপ্ত বলেন, ‘শিশুরা যে শব্দগুলি শুনছে সেগুলির সঠিক মানে না বুঝতে পারলেও নিজেদের মতো করে একটা অর্থ বের করে ফেলছে।’ একই মত মহাদেবী বিড়লা স্কুলের প্রধান শিক্ষিকা সোনালি সরকারেরও। তিনি যোগ করেন, জটিল বিষয়গুলি বোঝানোর সময় বয়সভিত্তিক ভাষা ও শব্দচয়ন খুব জরুরি। সাইবার বুলিং, ট্রোলিং, মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইম থেকে সরে আসার পদ্ধতিও শিশুদের শেখানো হয়েছে।
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা