রাজ্য

দক্ষিণ চীন সাগরে তৈরি বিধ্বংসী টাইফুনের জের কি দক্ষিণবঙ্গেও?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী টাইফুন ঝড় ‘ইয়াগি’ চীন, ভিয়েতনাম প্রভৃতি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে এখন দুর্বল হয়ে লাওসের উপর অবস্থান করছে। কিন্তু এটির গতিপ্রকৃতির উপর বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কারণ মায়ানমার ও বাংলাদেশ হয়ে তা দক্ষিণবঙ্গের দিকে চলে আসতে পারে। এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ‘ইয়াগি এখন দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। বর্ষাকালে এই ধরনের সিস্টেমের ফের সক্রিয় হওয়ার  সম্ভাবনা থাকে। আবার এটি দুর্বল হয়ে পড়তেও পারে। তাই এটির গতিপ্রকৃতির উপর নজর রাখা হচ্ছে। কাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ মৌসুমি অক্ষরেখা ফের দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হবে। তার সঙ্গে ইয়াগির অবশিষ্টাংশ যদি দক্ষিণবঙ্গের দিকে সরে আসে তাহলে বৃষ্টি আরও বাড়বে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বজায় রেখেছে আবহাওয়া দপ্তর। 
এদিকে বঙ্গোপসাগরে সম্প্রতি যে অতিগভীর ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল সেটি ওড়িশা, ছত্তিশগড় অতিক্রম করে এখন দুর্বল হয়ে সুষ্পষ্ট নিম্নচাপ হিসেবে মধ্যপ্রদেশের উপর আছে। এই নিম্নচাপটি ফের শক্তি বৃদ্ধি করতে পারে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। এটি আবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আরব সাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের জন্য মধ্য ভারতে উপর থাকা নিম্নচাপ আবার শক্তিশালী হয়। এর আগে এরকম একটি নিম্নচাপের জন্য বন্যায় ভেসে যায় গুজরাত ও সংলগ্ন পাকিস্তানের বিস্তীর্ণ অংশ।
9d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা