রাজ্য

‘মায়ের চিকিৎসা পাচ্ছি না, আমাদের অবিচারের আজ ১ মাস ১১ দিন হল, জাস্টিস চাই আমরাও’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অবিচারের এক মাস ১০ দিন’- আর জি কর হাসপাতালের মূল গেট দিয়ে ঢুকলেই দেখা যাচ্ছে এই বয়ানে লেখা পোস্টার। পোস্টারের পিছনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঞ্চ। তা ফাঁকা। কর্মবিরতি চললেও একজন চিকিৎসকও সেখানে নেই। মঞ্চ পাহারায় বসে সিআইএসএফ জওয়ান।
সরকারি হাসপাতালের মূল গেটে এই দৃশ্য দেখা গিয়েছে বৃহস্পতিবার। তার অদূরে ট্রমা কেয়ার সেন্টারের বাইরে ক্যান্সারে আক্রান্ত সত্তরোর্ধ্ব মাকে নিয়ে এক মাস ১১ দিন ধরে হাসপাতালে যাচ্ছেন আসছেন জিতু শেঠ। তিনি খান্নার বাসিন্দা। মায়ের নাম শৈলদেবী শেঠ। বুকে ব্যথা নিয়ে সাত আগস্ট আর জি করে যান বৃদ্ধা। পরের দিন শারীরিক পরীক্ষার পর তাঁর ক্যান্সার ধরা পড়ে। একমধ্যে ৯ তারিখ আর জি করের সেমিনার রুমে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনা। তারপর কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের। ফলে মারাত্মক রোগে আক্রান্ত হয়েও শৈলদেবীকে ভুগতে হচ্ছে। ট্রমা কেয়ারের বাইরে একটি বেদিতে বসে বললেন, ‘চিকিৎসক সাফ জানিয়ে দিয়েছেন, জুনিয়রদের আন্দোলন উঠলে তবে অপারেশন হবে। প্রতি বৃহস্পতিবার ওই ডাক্তারবাবু বসেন। প্রত্যেক সপ্তাহেই আমরা আসি। আর ডাক্তারবাবু বলেন, পরের বৃহস্পতিবার আসুন।’ চিকিৎসকদের এই দায় এড়িয়ে যাওয়াতে ক্ষুব্ধ শৈলের ছেলে। তিনি বলেন, ‘গেটের কাছে লেখা রয়েছে, অবিচারের এক মাস ১০ দিন। আর আমার মা ভুগছেন এক মাস ১১ দিন ধরে। এর বিচার করবে কে? আই অলসো ওয়ান্ট জাস্টিস!’
এর একটু দূরে আর জি করের ওপিডি। সেখানে একমাত্র পুত্রসন্তানকে নিয়ে চিকিৎসার আশায় বসে বাবা-মা। কখন চিকিৎসা পাবে চার বছরের আশিস। সেই চিন্তায় সকাল থেকে কিছু খাননি মা নির্মলা। বেলা সাড়ে ১২টা বেজে গিয়েছে? অথচ এখনও কোনও চিকিৎসকই দেখেননি। শিশুটি লাগাতার কাঁদছে? নির্মলা স্বামীকে প্রশ্ন করলেন ‘ওই যে সামনের দিকে মঞ্চ আছে। সেখানে তো একটা লোকও নেই। এদিকে আমার ছেলেটা তো কেঁদেই চলছে। ওঁরা কেমন ধরনের মানুষ? ওঁরা তো চিকিৎসা করার জন্যই ডাক্তার হয়েছেন। রোগীদের দোষটা কোথায়?’ কিছু না বলে সন্তানকে কোলে তুলে নিলেন বাবা। শিশুটি তখনও কাঁদছে। নির্মলাদেবী বলেন, ‘এক সপ্তাহ ধরে আর জি করে ঘুরছি। কিন্তু একটু যে চিকিৎসা করবে, তার কোনও বালাই নেই। চিকিৎসকদের কোনও ভ্রুক্ষেপই নেই। টিভিতে দেখছি তাঁদের দাবি মিটেছে বলে সল্টলেকে ঢাক-ঢোল বাজিয়ে নাচ-গান চলছে। আর এদিকে আমার ছেলেটা কিডনির সমস্যায় ভুগছে। ডাক্তার টেস্ট দিয়েছে। সেই টেস্ট করানোর তারিখই পাওয়া যাচ্ছে না। রোজ বেলঘরিয়া থেকে আসছি। অপেক্ষা করে করে বাড়ি ফিরে যাচ্ছি।’ প্রায় চিৎকারই করে উঠেলেন তিনি, ‘আর কবে একটু হুঁশ ফিরবে চিকিৎসকদের?’
হল না অপারেশন, বাড়ির পথে রোগী (বাঁদিকে)। বৃহস্পতিবার আর জি কর হাসপাতালে।- নিজস্ব চিত্র
1h 1m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা