রাজ্য

ঝাড়গ্রামে হাতির মৃত্যু: এফআইআরের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় এবার প্রকৃত দোষীদের চিহ্নিত করে এফআইআর দায়েরের নির্দেশ দিল হাইকোর্ট। গত আগস্টে ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতি জনবসতি এলাকায় ঢুকে পড়ে। হুলা পার্টি তাকে এলাকা ছাড়া করতে মশাল, বর্শা নিয়ে ধেয়ে যায়। অভিযোগ ওঠে, হাতিটিকে প্রথমে ঘুমপাড়ানি গুলি করা হয়। পরে গায়ে আগুনের গোলা ছুড়ে এবং বর্শা দিয়ে খুঁচিয়ে মারা হয় প্রাণীটিকে। এই ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর দাবি, বনকর্মীদের সামনেই হাতিটিকে নৃশংসভাবে হত্যা করা হয়! এই প্রেক্ষিতে রাজ্যের তরফে অবশ্য জানানো হয়, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে অভিযুক্তদের। অন্যদিকে, মামলাকারীর পাল্টা দাবি ছিল, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা প্রকৃত দোষী নন। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মামলাকারীকেই প্রকৃত দোষীদের নাম জানাতে নির্দেশ দেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে মামলাকারীর তরফে জানানো হয়, ওই নির্দেশমতো প্রকৃত অপরাধীদের নাম তাঁরা পুলিসকে জানাতে প্রস্তুত। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানায়, ওই নাম জমা পড়লে তদন্তের ভিত্তিতে নয়া এফআইআর করতে হবে। বিষয়টির নিষ্পত্তিও করতে হবে আইনানুগ তদন্তের মাধ্যমে।
1h 1m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা