বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বিএডে ভর্তির হার আশাব্যঞ্জক নয়, বিপাকে কলেজগুলি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফার অ্যাডমিশন প্রক্রিয়া শেষে ২১ হাজার ছাত্রছাত্রী ভর্তি হলেন রাজ্যের বিএড কলেজগুলিতে। বৃহস্পতিবারই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি রাজ্যের বিএড কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শেষ করেছে। তবে, ভর্তির ছবি খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ৫৬ হাজারের কাছাকাছি মোট আসন রয়েছে। ফলে অর্ধেকেরও কম সংখ্যক আসন পূরণ হওয়ায় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি বেশ দুশ্চিন্তাতেই রয়েছে।
অন্তর্বর্তীকালীন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তিন ধাপে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে ৪ অক্টোবর। আশা করছি, আসন পূরণের ব্যাপারে ইতিবাচক সাড়া মিলবে।’ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে স্নাতকের চূড়ান্ত বর্ষের ফল প্রকাশিত হয়নি বলেই খবর। তাই সেই ফল প্রকাশের পরে ভর্তিতে বাড়তি সাড়া মিলবে বলে আশা কলেজগুলির। 
প্রসঙ্গত, এবার কলেজগুলি বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় নিয়ামক সংস্থার চাপে বেশ কিছু শিক্ষক নিয়োগ করেছে। এনসিটিইর নির্দেশে বিশ্ববিদ্যালয় একেবারে শিক্ষকদের ছবিসহ তালিকা নিয়েছে কলেজগুলির কাছ থেকে। ফলে, কলেজগুলির আফশোস, শিক্ষক নিয়োগ করেও পড়ুয়া মিলছে না। এতে, আর্থিক সমস্যা আরও বাড়ছে। অবশ্য, এবছরও ৪৫-৪৬টি কলেজ বিভিন্ন কারণে অনুমোদন পায়নি বলেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ সংগঠন সূত্রে খবর। তবে, বিভিন্ন কলেজের কর্ণধারদের বক্তব্য, যে কলেজগুলি অনুমোদন পেয়েছে, সেগুলিতেই ছাত্র ভর্তি অনেক ক্ষেত্রেই ৫০ শতাংশ পেরয়নি। বাকি কলেজগুলি অনুমোদন পেলে তারা পড়ুয়া কতটা পাবে, সেই সন্দেহ রয়েছে।
এবছর পুরোপুরি অনলাইন পদ্ধতিতে পড়ুয়া ভর্তি হয়েছে। ফলে, কলেজগুলি নিজেদের উদ্যোগে পড়ুয়া ‘ধরে’ এনে ভর্তির সুযোগ পায়নি। 
এতে যেমন স্বচ্ছতা তৈরি হয়েছে, পাশাপাশি, কম পড়ুয়া হওয়ার পিছনে নয়া ব্যবস্থাকেও খানিক দায় করছে বেশ কিছু কলেজ। কর্ণধারদের বক্তব্য, শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি জটিলতাও বিএড কোর্স থেকে ছাত্রছাত্রীদের মুখ ফিরিয়ে রাখার অন্যতম কারণ।
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা