রাজ্য

দুর্গাপুরে পুলিস ও এনভিএফ ব্যাটেলিয়নের মধ্যে খণ্ডযুদ্ধ, জখম ২

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুলিস ও এনভিএফ ব্যাটেলিয়নের মধ্যে খণ্ডযুদ্ধের জেরে উত্তপ্ত দুর্গাপুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানার অঙ্গদপুরে এনভিএফের একটি ব্যাটেলিয়ন রয়েছে। সেখানেই বিশ্বকর্মা পুজো হয়। সেই উপলক্ষ্যে সেখানে তারস্বরে মাইক বাজিয়ে চলছিল অনুষ্ঠান। যার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় মানুষজন। অভিযোগ পেয়েই সেখানে যান কোকওভেন থানার পুলিস। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে এনভিএফ কর্মীরা পুলিসের উপরেই হামলা চালায়। তাতে দু’জন অফিসার আক্রান্ত হন। তারপর উচ্চপদস্থ পুলিস আধিকারিকদের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছু এনভিএফ কর্মীকে আটকও করা হয়। মাইকের সামগ্রীও বাজেয়াপ্ত করে পুলিস। এই বিষয়ে দুর্গাপুরের এসিপি সুবীর রায় জানিয়েছেন, ‘ঘটনায় দু’জন পুলিস অফিসার আক্রান্ত হয়েছেন। আমরা ইতিমধ্যেই একাধিক এনভিএফ কর্মীকে আটক করে থানায় নিয়ে এসেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
যদিও এনভিএফ কর্মীদের পাল্টা দাবি, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন থেকেই তাঁদের জমি দখল করার চেষ্টা করছে। তাঁর লোকজনই মাইক বাজানোর অজুহাতে প্রথমে এনভিএফ কর্মীদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। তাঁদের সঙ্গ দেয় পুলিসও। ব্যাটেলিয়নের কমান্ডেন্ট মদ্যপ ছিলেন বলেও অভিযোগ তোলা হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
19h 19m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা