রাজ্য

দল ছাড়লেন অসমের তৃণমূল রাজ্য সভাপতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগ দেওয়ার মাত্র দু’বছরের মধ্যে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রিপুন বোরা। তিনি ছিলেন অসম তৃণমূলের রাজ্য সভাপতি। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। তৃণমূল ছাড়ার প্রশ্নে রিপুনের দাবি, ‘কংগ্রেস ছেড়ে ২০২২ সালে তৃণমূলে যোগদান করি। তারপর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় আমাকে। অসমে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করি। কিন্তু সংগঠন সাজাতে গিয়ে দেখলাম, অসমের মানুষজন তৃণমূলকে সমর্থন দিচ্ছে না। তাই অনেক চিন্তভাবনা করে দেখলাম, তৃণমূলে থেকে আমার সময় এবং এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে। তাই দলের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি।’
২০২১ সালে বাংলায় বিপুল জয়ের পর দেশের একাধিক রাজ্যে পা রাখে তৃণমূল। বিভিন্ন রাজ্যে সংগঠন তৈরিতে ঝাঁপায় নেতৃত্ব। বাংলার বাইরে ত্রিপুরা, অসম, মেঘালয়ে সংগঠন শক্তিশালী করার ‘টার্গেট’ নেওয়া হয়। ত্রিপুরায় তৃণমূল সেভাবে সংগঠন করতে পারেনি। এবার অসমেও ধাক্কা খেল তারা। তৃণমূলের নিজস্ব রিপোর্টেও উঠে এসেছে, অসম তৃণমূলের রাজ্য সভাপতি থাকাকালীন রিপুন বোরা সংগঠনকে শক্তিশালী করতে পারেননি। বাঙালি অধ্যুষিত এলাকায় সংগঠন বৃদ্ধির দিকে তিনি নজর দেননি। এমনকী, লোকসভা ভোটে অসমে তৃণমূল প্রার্থী দিলেও সংগঠনের দিক থেকে রিপুনের ভূমিকা সদর্থক ছিল না বলে অভিযোগ। তাছাড়া, রিপুন ভেবেছিলেন, দল তাঁকে রাজ্যসভার সাংসদ করে পাঠাবে। কিন্তু তিনি আর ধৈর্য ধরতে রাজি হননি বলেই  তৃণমূলের অভ্যন্তরীণ খবর। এই অবস্থায় আগামী দিনে অসম নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে তৃণমূল। অসমের বাসিন্দা তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সোমবার কলকাতায় আসছেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এরপর গুয়াহাটি গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঠিক হবে বলে জানা গিয়েছে।
18d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা