রাজ্য

তৈরি হলেও চালু হয়নি রাজ্যের বহু কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতার স্বার্থে এবং যত্রতত্র যাতে আবর্জনা ফেলা বন্ধ করতে কঠিন, তরল ও প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ইউনিট স্থাপনের উপর জোর দিয়েছিল পঞ্চায়েত দপ্তর। সেই সূত্রে প্রতিটি জেলাতেই একাধিক এরকম ইউনিট তৈরি করা হয়। কিন্তু বাস্তবে বহু ইউনিট এখনও চালুই করা হয়নি বলে অভিযোগ উঠেছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, সব জেলা মিলিয়ে প্রায় দু’হাজার কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট তৈরি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তার মধ্যে অর্ধেকই এখনও চালু হয়নি। বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিকরা বেশ ক্ষুব্ধ। জেলাগুলি কেন ইউনিট চালু করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ আধিকারিকরা। এদিকে জেলাগুলির তরফে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে বলা হয়েছে, লোকবলের অভাবেই এসব ইউনিট চালু করা যাচ্ছে না। তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ইউনিটগুলি চালু করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও ‘স্বচ্ছ ভারত মিশন’-এর আওতাধীন এই কাজকর্ম নিয়ে সার্বিকভাবেই সন্তুষ্ট নন পঞ্চায়েতের শীর্ষকর্তারা। তার কারণ, এখনও জেলায় জেলায় প্রচুর টাকা পড়ে রয়েছে। টাকা খরচ করতে যথেষ্ট ঢিলেমি দেখাচ্ছে তারা। জেলাগুলি গড়ে মাত্র ৩৭ থেকে ৩৮ শতাংশ টাকা খরচ করতে পেরেছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট তৈরি করে ফেলে রাখার জন্য আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন তাঁরা। প্রায় প্রতিদিন এনিয়ে জেলা প্রশাসনকে টাকা খরচ নিয়ে চাপ দেওয়া হচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর পঞ্চায়েত দপ্তর যে বৈঠক ডেকেছে,  সেখানে এ বিষয়টি উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
18d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা