বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে টিম ইন্ডিয়া
বক্তব্য শচীনের

লন্ডন: বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। বিলেতের মাটিতে দুই সেরা দলের দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষ কয়েকটি টেস্ট সিরিজে অজিদের বারবার টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। ওভালেও ভারতের পারফরম্যান্স বেশ চমকপ্রদ। ২০২১ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৭ রানের বিরাট জয় পেয়েছিলেন রোহিত শর্মারা। পক্ষান্তরে, ওভালে অস্ট্রেলিয়ার ফল মোটেই ভালো নয়। ২০১৯ অ্যাসেজে ১৩৫ রানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল ক্যাঙ্গারু বাহিনীকে। তাই অতীতের পারফরম্যান্সের নিরিখে ফাইনালে কিছুটা হলেও এগিয়ে থেকে নামবে ভারত, এমনটাই মনে করছেন শচীন তেন্ডুলকর। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ‘মাস্টার ব্লাস্টার’ বলেন, ‘ওভালে শেষবার ভারতীয় দল দারুণ ক্রিকেট মেলে ধরেছিল। ঝকঝকে শতরানের ইনিংস উপহার দিয়েছিল রোহিত শর্মা। ফাইনালে নামার আগে মনস্তাত্ত্বিক দিক থেকে অবশ্যই এটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। সেই নিরিখে অস্ট্রেলিয়া কিছুটা হলেও চাপে। কারণ, তাদের পারফরম্যান্স মোটেই আহামরি নয়। তবে ভুললে চলবে না, এই দলে একাধিক তারকা ক্রিকেটার রয়েছে, যারা  ম্যাচের রং বদলে দিতে পারে। তাই ভারতকে সাবধানী হতে হবে।’
গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে ওভালের বাইশ গজ। পিচের চরিত্র কেমন হবে, তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, পেস সহায়ক উইকেট হবে। তবে অতীতে এই মাঠে খেলার সুবাদে স্পিনাররাও সুবিধা পাবে বলেই মত শচীনের। সেক্ষেত্রে ভারতীয় দল কিছুটা হলেও এগিয়ে থাকবে। এই প্রসঙ্গে লিটল মাস্টারের সংযোজন,  ‘ইংল্যান্ডের প্রায় প্রতিটি মাঠই পেস সহায়ক। তবে ওভাল সেই তুলনায় কিছুটা হলেও আলাদা। ম্যাচের দ্বিতীয় দিন থেকেই স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। সেক্ষেত্রে কিছুটা হলেও উপকৃত হবে ভারত। মনে রাখতে হবে, ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো বিশ্বসেরা দুই স্পিনার রয়েছে।’ সঙ্গে জুড়লেন, ‘ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই আইপিএল খেললেও চেতেশ্বর পূজারা ব্যস্ত ছিল কাউন্টি ক্রিকেটে। এটা অবশ্যই টিম ইন্ডিয়ার অ্যাডভান্টেজ। মনে রাখবেন, দুই দলই কোনও প্রস্তুতি ম্যাচ না খেলে ফাইনালে নামছে। তাছাড়া টি-২০ ক্রিকেট থেকে টেস্টে মানিয়ে নেওয়াটা সহজ নয়।’

7th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ