দেশ

দোকানে মালিকের নাম লেখা বাধ্যতামূলক নয়, কাঁওয়ার যাত্রা নিয়ে ফের জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কাঁওয়ার যাত্রাপথে যে সব খাবার ও অন্যান্য দোকান রয়েছে, তার বাইরে মালিক ও কর্মীদের নাম লিখতে বাধ্য করা যাবে না। ফের স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে গত ২২ জুলাই এই নিয়ে যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল, তাও আপাতত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এস ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চ শুক্রবার জানায়, ২২ জুলাইয়ের নির্দেশিকা নিয়ে বিচারপতিরা নতুন করে কোনও ব্যাখ্যা দেবেন না। কারণ আগের নির্দেশিকাতেই তাঁরা যা বলা প্রয়োজন তা বলে দিয়েছেন। কাউকে নাম লিখতে বাধ্য করা যাবে না। কাঁওয়ার যাত্রাপথে দোকানের বাইরে নাম লেখা নিয়ে প্রথম উত্তরপ্রদেশের মুজফফরনগরে নির্দেশিকা জারি করা হয়েছিল। পরে উত্তরাখণ্ড সরকার ও মধ্যপ্রদেশের উজ্জয়িনী পুরসভাও একইপথে হাঁটে। বিষয়টি নিয়ে বক্তব্য জানাতে তিন রাজ্যের সরকারকেই নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার উত্তপ্রদেশ সরকার সেই নোটিসের জবাব দিয়েছে। উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশ সরকারেরও জবাব চেয়েছে শীর্ষ আদালত। আগামী ৫ অগাস্ট এই নির্দেশিকা নিয়ে ফের শুনানি হবে।
অন্যদিকে, নোটিসের জবাবে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, কাঁওয়ার যাত্রাপথে যাতে পুণ্যার্থীরা কোনও বিভ্রান্তির শিকার না হন, তা নিশ্চিত করার জন্যই দোকানের বাইরে মালিক ও কর্মীদের নাম লিখতে বলা হয়েছিল। বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষ যাতে একসঙ্গে বসবাস করতে পারে, তা নিশ্চিত করতে চায় উত্তরপ্রদেশ সরকার। এর সঙ্গে শান্তি শৃঙ্খলার প্রশ্নও জড়িত।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা