খেলা

সকালে শহরে পৌঁছেই অনুশীলনে অ্যালড্রেড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সকালে শহরে পা রাখলেন মোহন বাগানের নয়া বিদেশি টম অ্যালড্রেড। জেট ল্যাগ এখনও পুরোপুরি কাটেনি। তবে কোনওরকম সময় নষ্ট না করে বিকালে অনুশীলনে নেমে পড়লেন তিনি। দলের সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গেই গা ঘামালেন এই স্কটিশ ডিফেন্ডার। আগামী ২৯ জুলাই মোহন বাগান দিবসে দল নিয়ে অনুশীলন শুরু করবেন হেড কোচ হোসে মোলিনা। তার আগেই শহরে চলে আসবেন বাকি বিদেশি ফুটবলাররা। তবে হোটেলে বসে না থেকে রিজার্ভ দলের সঙ্গেই প্রস্তুতিতে নেমে পড়লেন অ্যালড্রেড। এদিন সকালে বিদেশি এই ডিফেন্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন একাধিক সবুজ-মেরুন সমর্থক। অনুরাগীদের উন্মাদনা দেখে রীতিমতো আপ্লুত অ্যালড্রেড।
এদিকে, নেক্সট জেন কাপ খেলতে শুক্রবার লন্ডন উড়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল রিজার্ভ দল। ১-৪ আগস্ট হবে এই টুর্নামেন্ট। এই পর্বে ঘরোয়া লিগে কোনও ম্যাচ রাখা হয়নি লাল-হলুদ ব্রিগেডের। আর তাতেই পক্ষপাত্বিতের অভিযোগ এনে বৃহস্পতিবার আইএফএ’কে এক চিঠি দিল মোহন বাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, কোনও এক দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সূচি করা হয়েছে, যা কখনও কাম্য নয়। প্রয়োজন হলে এই পর্বে লিগের সব ম্যাচ বন্ধ রাখা হোক। এই পরিপ্রেক্ষিতে পাল্টা জবাবে আইএফএ সচিব অর্নিবাণ দত্ত জানান, ‘নেক্সট জেন কাপে ইস্ট বেঙ্গল সফল হলে আখেরে লাভ বাংলা তথা ভারতীয় ফুটবলের। সেই কথা মাথায় রেখেই সূচি হয়েছে। ঠিক যেমন গত বছর এএফসি কাপের জন্য মোহন বাগান এবং আই লিগের কথা মাথায় রেখেই মহমেডানের সূচি তৈরি করা হয়েছিল।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা