বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ঋষভের ফর্ম চিন্তা কমাল নির্বাচকদের

বেঙ্গালুরু: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা— সর্বত্রই টেস্ট সেঞ্চুরি রয়েছে ঋষভ পন্থের। খেলেছেন মনে রাখার মতো বেশ কিছু ইনিংস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মোড় ঘুরিয়েছেন টেস্টের, গড়েছেন জয়ের সরণি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর প্রথম চারদিনের ম্যাচ খেলতে নেমে সেই মেজাজেই পাওয়া গেল তারকা বাঁ হাতি ব্যাটারকে। 
দলীপ ট্রফিতে শনিবার ভারত ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘বি’র হয়ে তিনি করলেন ঝোড়ো ৬১। ৪৭ বলের ইনিংসে মারলেন ৯টি চার। রয়েছে দু’টি ওভার বাউন্ডারিও। তাঁর দাপটেই চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫০ তুলল ‘বি’ দল। প্রথম ইনিংসে ৯০ রানে এগিয়ে ছিল তারা। ফলে এখন ২৪০ রানের লিড নিয়েছে ‘বি’ দল। পন্থ ছাড়া রান পেলেন সরফরাজ খান (৪৬)। ভারত ‘এ’ দলের হয়ে বল হাতে নজর কাড়লেন আকাশ দীপ (২-৩৬) ও খলিল আহমেদ (২-৫৬)। তবে ছন্দে দেখা গেল না কুলদীপ যাদবকে।
পন্থের ফর্ম আবার স্বস্তি জোগাবে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীকে। আট ওভারের মধ্যে ২২ রানে তিন উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন তিনি। ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আগাগোড়া আগ্রাসী থাকলেন পন্থ। পঞ্চাশ পূর্ণ করতে নিলেন মাত্র ৩৪ বল। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তিনিই যে স্টাম্পের পিছনে থাকবেন, এই ইনিংসের পর আর সংশয়ের জায়গা নেই। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে দলীপের অন্য ম্যাচে জয়ী ভারত ‘সি’ ৪ উইকেটে হারায় ভারত ‘ডি’ দলকে। ২৩৩ রানের জয়ের লক্ষ্যে ছয় উইকেট হারিয়ে পৌঁছয় ঋতুরাজ গায়কোয়াড়ের দল। আরিয়ান জুয়াল (৪৭) ছাড়াও রান পান ঋতুরাজ (৪৬)। ‘ডি’ দলের সারাংশ জৈন নেন ৪ উইকেট। ৮ উইকেটের সুবাদে ম্যাচের সেরা ‘সি’ দলের স্পিনার মানব সুথার।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা