খেলা

রাজস্থানের কোচ দ্রাবিড়ই

জয়পুর: জুটিতে লুটি। এই অঙ্কেই আসন্ন আইপিএলে বাজিমাত করতে চায় রাজস্থান রয়্যালস। তাই হেড কোচ করা হল রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট অব ডিরেক্টর পদে রয়েছেন কুমার সাঙ্গাকারা। দুই প্রাক্তন তারকার উপস্থিতি যে রাজস্থান রয়্যালসকে উজ্জীবিত করবে সেটা বলার অপেক্ষা রাখে না।
টি-২০ বিশ্বকাপ জয়ের সঙ্গেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল। আসলে দ্রাবিড় আর জাতীয় দলের দায়িত্ব পালনে আগ্রহী ছিলেন না। তাতে অনেক বেশি সময় দিতে হয়। থাকতে হয় পরিবারকে ছেড়ে। তাই তিনি চাইছিলেন, স্বল্প মেয়াদের কোচিংয়ে থাকতে। সেক্ষেত্রে আইপিএল হল সবচেয়ে ভালো বিকল্প। এখানে প্রচার ও প্রাচুর্য দুটোই রয়েছে। তাই পুরনো দল রাজস্থানের থেকে হেড কোচ হওয়ার প্রস্তাব লুফে নেন ‘দ্য ওয়াল’। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে জার্সি তুলে দেয় রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সিইও। তিনি বলেন, ‘রয়্যাল পরিবারের রাহুল দ্রাবিড়কে স্বাগত। ওঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট বিপুল সাফল্য পেয়েছে। আশা করব, রাজস্থান রয়্যালসও ট্রফির খরা কাটিয়ে উঠবে।’ দ্রাবিড় বলেন, ‘রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছি, কোচিং করিয়েছি। তাই এখানে ফিরতে পেরে ভালো লাগছে। এটা আমার পরিবারের মতো। বিশ্বকাপ জেতার পর মনে হয়েছিল নতুন কিছু চ্যালেঞ্জ নিতে হবে। সেদিক থেকে রাজস্থান রয়্যালস সেরা জায়গা বলেই মনে হয়েছে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা