খেলা

ভারতকে হারানো কঠিন, মানছেন মার্নাস লাবুশানে

মুম্বই: আগের দু’বারই ব্র্যাডম্যানের দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। ২০১৪-১৫ মরশুমের পর থেকে বর্ডার-গাভাসকর ট্রফিতে অপরাজেয় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নভেম্বরে শুরু হতে চলা পাঁচ টেস্টের সিরিজ নিয়ে ক্রিকেট মহলের আগ্রহ তুঙ্গে। এবার ঘরের মাঠে রেকর্ড বদলাতে মরিয়া প্যাট কামিন্সের দল। তবে কাজটা যে সহজ হবে না তা মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মার্নাস লাবুশানে।
এক স্পোর্টস চ্যানেলে তিনি বলেছেন, ‘ভারতের পেস আক্রমণ খুবই শক্তিশালী। সেজন্যই অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওদের হারানো কঠিন। এই দুই দলের লড়াই ঘিরে উন্মাদনা চরমে থাকে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারত— যে দেশেই আমরা খেলতে নামি, সেখানেই জোর লড়াই হয় বাইশ গজে।’ উল্লেখ্য, বুমরাহ, সামি ও সিরাজকে কেন্দ্রে করেই অস্ট্রেলিয়ায় পেস আক্রমণ সাজাতে চাইছে ভারত। সেজন্যই বুমরাহকে বিশ্রাম দেওয়া হচ্ছে এই মুহূর্তে। দলীপ ট্রফিতে খেলছেন না সিরাজ। সামিও সময় নিচ্ছেন পুরোদস্তুর ফিট হওয়ার জন্য। এই ত্রয়ীর সঙ্গে স্কোয়াডে থাকার সম্ভাবনা আরও দু’জন পেসারের।
লাবুশানের সঙ্গে সুর মিলিয়েছেন নাথান লিয়ঁ। অস্ট্রেলিয়ার তারকা অফ স্পিনার বলেছেন, ‘ভারতীয় দলে তারকার ছড়াছড়ি। বিশেষ করে অশ্বিনের কথা বলতেই হচ্ছে। আমরা দু’জন প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছি। বেশ কয়েকটা সিরিজে একে অন্যের বিরুদ্ধে খেলেছি। ওর প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা রয়েছে। ও হচ্ছে অফ-স্পিনের মাস্টার। আরও একবার ওর বিরুদ্ধে খেলব, ওকে দেখে শিখব, এই ভাবনাটাই তৃপ্তিদায়ক।’
অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের চোখ আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আসন্ন পাঁচ ম্যাচের সিরিজকে সেই লড়াইয়ের ‘মহড়া’ হিসেবে দেখছেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে ভারত। তারপরই রয়েছে অস্ট্রেলিয়া। গ্রিন বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রাখলে প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে সেই ফাইনালেরই মহড়া। ভারতকে হারানোর জন্য চেষ্টায় কোনও ফাঁকি রাখব না আমরা।’
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা