বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চোট চিন্তায় রাখছে নীরজ চোপড়াকে

নয়াদিল্লি: ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ চোপড়া বনাম আরশাদ নাদিমের দ্বৈরথ অধরাই রইল। নীরজ খেতাবি লড়াইয়ে পৌঁছলেও সেরা ছয়ে জায়গা পাননি প্যারিস ওলিম্পিকসে জ্যাভেলিন থ্রোয়ে সোনাজয়ী নাদিম। ফলে শিরোপা জয়ের লড়াইয়ে অনুপস্থিত পাকিস্তানের তারকা জ্যাভেলিন থ্রোয়ার। উল্লেখ্য, আইফেল টাওয়ারের শহরে ৯২.৯৭ মিটার বর্শা ছুড়ে চমকে দেন পাক অ্যাথলিট। সোনাজয়ী নাদিমকে ঘিরে শুরু হয় জোর চর্চা। অন্যদিকে ৮৯.৪৫ মিটার ছুড়ে দ্বিতীয় হন নীরজ চোপড়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রমাণিত এই মুহূর্তে নীরজের কঠিনতম চ্যালেঞ্জারের নাম নাদিম। ডায়মন্ড লিগের নিয়ম অনুযায়ী ক্রম তালিকার সেরা ছয় জ্যাভেলিন থ্রোয়ার ফাইনালে নামবেন। ওলিম্পিকসের আগে মাত্র একটি ডায়মন্ড লিগে প্রতিনিধিত্ব করা নাদিম র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে।
ডায়মন্ড লিগ ফাইনালের ভেন্যু ব্রাসেলস। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর বেলজিয়ামের রাজধানীতে ধুন্ধুমার লড়াই। প্যারিস ওলিম্পিকসে ব্রোঞ্জজয়ী গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স দুরন্ত ফর্মে। আপাতত ২১ পয়েন্ট নিয়ে তিনিই শীর্ষে। ১৪ পয়েন্ট নিয়ে নীরজ রয়েছেন চতুর্থ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার, চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেচ, জাপানের ডিন ও মলডোভার আদ্রিয়ানের চ্যালেঞ্জ টপকাতে হবে টোকিও ওলিম্পিকসে সোনাজয়ী নীরজকে। ছন্দে থাকলে তাঁরাও সেরা হওয়ার বড় দাবিদার। অন্যদিকে, মেগা ফাইনালের আগে তাঁর মন্তব্য, ‘মরশুম প্রায় শেষ। ফিটনেস বজায় রেখে সেরাটা উজাড় করে দিতে চাই।’ হরিয়ানার অ্যাথলিটের ফিটনেস নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। ওলিম্পিকস শেষে সরাসরি জার্মানিতে পৌঁছন তিনি। কুঁচকির চোট মাঝেমধ্যেই ভোগাচ্ছে নীরজকে। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞদের অনুমান, ডায়মন্ড লিগের পর হয়তো অপারেশন সেরে ফেলবেন তিনি। সেক্ষেত্রে বেশ কয়েকদিন বাইরে থাকতে হবে নীরজকে। তার আগে ঐতিহ্যশালী ডায়মন্ড ট্রফি জিততে মরিয়া তিনি। শিরোপাজয়ী অ্যাথলিট বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাবেন।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা