খেলা

সোনায় চোখ শ্যুটার সিফত কাউরের

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: গলায় ঝোলানো স্টেথোস্কোপ খুলে হাতে তুলে নেন রাইফেল! ডাক্তারি পড়া ছেড়ে শ্যুটিং রেঞ্জে পা রেখে উজ্জ্বল করছেন দেশের নাম। এশিয়ান গেমসে সোনাজয়ী সিফত কাউর ওলিম্পিকসেও পদকের স্বপ্ন দেখাচ্ছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর ঢাকে কাঠি পড়ার আগে ২২ বছর বয়সি মহিলা শ্যুটারের সাক্ষাত্কার।
প্রশ্ন: প্রথমবার ওলিম্পিকস মঞ্চে নামবেন। অনুভূতিটা কী রকম?
সিফত: হাংঝউ এশিয়ান গেমসের পরই ওলিম্পিকসকে পাখির চোখ করেছিলাম। বিশ্বচ্যাম্পিয়নশিপেই প্যারিসের টিকিট নিশ্চিত করার পর কী আনন্দ যে হয়েছিল, ভাষায় প্রকাশ করতে পারব না। ওলিম্পিকসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি দীর্ঘদিন। অবশেষে তা পূরণ হতে চলেছে।
প্রশ্ন: প্যারিস গেমসের জন্য প্রস্তুতি কেমন হয়েছে?
সিফত: প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখিনি। ইউনিভার্সিটি ইভেন্ট, এশিয়ান গেমস বা ওলিম্পিকস— প্রতিটি আসরেই মনঃসংযোগ ঠিক রাখাটা জরুরি। সেদিকে জোর দিয়েছি। এবার মেগা মঞ্চে সেরাটা উজাড় করে দেশকে সোনা এনে দেওয়াই একমাত্র লক্ষ্য।
প্রশ্ন: ওলিম্পিকস মানেই প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপ। কীভাবে তা সামলাবেন?
সিফত: মানুষের প্রত্যাশা তো থাকবেই। তবে বাড়তি চাপ নেওয়ার পক্ষপাতি নই। সবসময় নিজের রুটিন ফলো করে যাই। ওলিম্পিকসকে আর একটা টুর্নামেন্টে ভেবেই নামব।
প্রশ্ন: এশিয়ান গেমসে আপনি সোনা জিতেছিলেন। তারপর আরও উন্নতির লক্ষ্যে টেকনিকে কি কোনও পরিবর্তন এনেছেন?
সিফত: এশিয়ান গেমসে সোনা জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। আর টেকনিকে সেভাবে পরিবর্তন কিছু করিনি। তবে মানসিক দৃঢ়তায় জোর দিয়েছি।
প্রশ্ন: ডাক্তারি ছেড়ে শ্যুটিং বেছে নেওয়ার সিদ্ধান্তটা কতটা কঠিন ছিল?
সিফত: ছোট থেকেই ডাক্তার হওয়ার কথা ভাবতাম। সেই লক্ষ্যে কম কসরত করিনি। তাই মাঝপথে তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। তবে মা-বাবা আমার পাশে দাঁড়িয়েছেন। ওঁরা বলেছিলেন, ডিগ্রির কথা ভেবো না। মন যা চায় সেটাই কর। এখন মনে হচ্ছে, সেদিনের সিদ্ধান্তটা সঠিক ছিল।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা