খেলা

আজ ডুরান্ড অভিযান শুরু মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবুজ-মেরুন তাঁবু জুড়ে আলোর মায়াজাল। লাউড স্পিকারে গমগমিয়ে বাজছে, ‘চিরকাল রেলায় আছে, থাকবে মোহন বাগান’। টিকিট বিক্রির লাইনেও প্রবল উৎসাহ। এমন জমজমাট আবহেই শনিবার ডুরান্ড কাপ অভিযান শুরু করছে পালতোলা নৌকো। সুহেল, টাইসনদের প্রতিপক্ষ কাশ্মীরের ডাউন টাউন হিরোজ। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক কোচ বাস্তব রায়। তাঁর মন্তব্য, ‘প্রথম ম্যাচ সবসময় কঠিন। ফুটবলাররা সেরাটা উজাড় করে দেবে।’ বঙ্গসন্তানের সামনে কঠিন চ্যালেঞ্জ। ঘরোয়া লিগে পরপর ড্র, হারের পর প্রবল চাপে সুমিত রাঠিরা। ডেগি কার্ডোজোর কোচিংয়ে আত্মবিশ্বাসের দফারফা। তা সত্ত্বেও বাস্তবের রুক্ষ্ম মাটিতে জয়ের ফুল ফোটাতে মরিয়া হোসে মোলিনার ডেপুটি। 
 শুক্রবার ঘরের মাঠে প্রস্তুতি সারল গতবারের চ্যাম্পিয়নরা।  সমর্থকদের আকর্ষণের কেন্দ্রে গোলরক্ষক ধীরাজ সিং ও অজি ডিফেন্ডার টম অ্যালড্রেড। শোনা যাচ্ছে, এদের দু’জনেকেই স্কোয়াডে রাখা হবে। দীর্ঘকায় অ্যালড্রেড পুরো ফিট নন। তবে বডি ল্যাঙ্গুয়েজে তাগিদ স্পষ্ট। ডেড বল মুভমেন্টের সময় বারবার হেড করতে উঠে এলেন তিনি। এছাড়াও গ্লেন মার্টিন্স ও আশিস রাইকে দেখে নেওয়ার ভাবনায় থিঙ্কট্যাঙ্ক। গোয়ানিজ মিডিও প্রত্যাশা পূরণে ডাহা ফেল। প্রায় অচল আধুলিকে বেচতে পারলে বেঁচে যায় টিম ম্যানেজমেন্ট। ফারদিন, সুমিত রাঠিদের উচিত নিজেদের প্রমাণের তাগিদ দেখানো। আর কবে নিজেদের মেলে ধরবেন ওঁরা? এদিকে, ডুরান্ড কাপে আনোয়ার আলির নাম রেজিস্ট্রেশন করাল মোহন বাগান। তবে পাঞ্জাবি ফুটবলারের কলকাতায় আসার তেমন সম্ভাবনা নেই। মোহন বাগানের প্রতিপক্ষ বেশ তৈরি। কোচ হিলাল রসুলের বড় ভরসা তিন বিদেশি। ফ্রান্সের দুই ফুটবলার ছাড়াও লাইবেরিয়ার স্ট্রাইকার রয়েছেন দলে। 
(সল্টলেকে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।)
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা