খেলা

ক্রী‌ড়া মহাযজ্ঞের বর্ণময় উদ্বোধন

প্যারিস: শুক্রবার বিকেল। আইফেল টাওয়ারের অদূরে হঠাৎই নজর কেড়ে নিলেন পাঞ্জাবি স্বামী-স্ত্রী। বয়স মেরেকেটে ৩০-৩৫। কাঁধে ঝোলানো এক তালবাদ্য। আর তাতেই হাতের খেল দেখাচ্ছেন তাঁরা। উপরি পাওনা অমরিন্দরের গান। খোলা গলায় তিনি ধরেছেন দালের মেহেন্দির ‘বোলো তা রা রা রা...’।  ওলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাদ নিতে আসা বিভিন্ন দেশের ক্রীড়াপ্রেমীরাও ভিড় জমালেন তাঁদের সঙ্গে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর রিংটোন হয়ে উঠল, ‘মিলে সুর মেরা তুমহারা’। 
এটাই ওলিম্পিকস। আর শেন নদীর তীরে মেগা আসরের উদ্বোধনী অনুষ্ঠান প্যারিস গেমসকে আরও আকর্ষণীয় করে তুলল। এদিন অনুষ্ঠানের শুরুতেই তথ্যচিত্রে দেখানো হয়, ভুলবশত ওলিম্পিকসের মশাল স্তেদ দ্য ফ্রঁসে পৌঁছে গিয়েছে। বিশ্বকাপ জয়ী ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান তা কয়েকজন বাচ্চার মাধ্যমে পাঠালেন শেন নদীর তীরে। তখন দু’পাড়ে রীতিমতো উত্সব চলছে। পন্ট ডি’এলিনা ব্রিজের তলায় ফোয়ারা চিরে নৌকোয় মার্চপাস্ট শুরু করেছে ওলিম্পিকসের জন্মভূমি গ্রিস। এর পর একে একে এল রিফিউজি দল, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জার্মানি। তার মধ্যেই নদীর পাড়ে শুরু লেডি গাগা শো। প্রখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পীর গানে প্রেমের শহর প্যারিস যেন আরও মোহময়ী। 
উদ্বোধনী অনুষ্ঠানটিকে ১২টি ভাগে ভাগ করা হয়েছিল। নাচ, গানের অনুষ্ঠানের মধ্যেই মশাল নিয়ে ‘মিস্ট্রি ম্যানের’ দৌড় এবং মার্চপাস্ট — সবকিছুই দারুণভাবে উপস্থাপিত হল। এই প্রথম কোনও ওলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিল এক মেটাল ব্যান্ড, গোজিরা। তাদের গানের সময় ফরাসি বিপ্লবের প্রতীক হিসেবে দেখানো হল মারিয়া আঁতোয়ানেতের শিরচ্ছেদ করা দেহ। এরপর নটারডাম ক্যাথিড্রালের সামনে মুল্যাঁ রুজদের বিশেষ পারফরম্যান্স। তা শেষে ফের নজর গেল মার্চপাস্টের দিকে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটি বার্জে চড়ে শেন নদীর বুকে এগিয়ে এলেন ভারতীয় ক্রীড়াবিদরা। পতাকাবাহক পিভি সিন্ধু এবং শরৎ কমলের পোশাকে জাতীয় পতাকার ছোঁয়া। তাঁদের সঙ্গে শামিল রোহন বোপান্না, হরমনপ্রীতরাও। এরপর রঙের খেলায় প্যারিসে আকাশে ফুটে উঠল ভালোবাসার চিহ্ন। সার্বিকভাবে প্রথা ভেঙে শেন নদীর তীরে প্যারিস ওলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান সুপারহিট!
প্যারিস রেডি। আপনারা...?
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা