বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
কুড়ি দিনের ‘ফাউন্ডেশন কোর্স ইন স্ক্রিনপ্লে রাইটিং’ কোর্স শুরু করতে চলেছে এফটিআইআই। ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টে নাম নথিভুক্ত করার শেষ দিন। ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। কোর্সটি অনুষ্ঠিত হবে নৈনিতালে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ। বিশেষ ক্ষেত্রে মাধ্যমিক পাশ প্রার্থীদেরও নেওয়া হতে পারে। কোর্স ফি: ৩০০০০ টাকা। বিশদ জানতে দেখুন: www.ftii.sc.in।